সুনামগঞ্জে ইয়াবাসহ এপিপি আটক, তিন মাসের জেল
সুনামগঞ্জে ইয়াবাসহ দুই ব্যক্তিকে আটক করেছেন ভ্রাম্যমাণ আদালত। এর মধ্যে একজন আদালতের সরকারি সহকারী কৌঁসুলি (এপিপি) আছেন। পরে তাদের দুজনকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ডাদেশ দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
সাজাপ্রাপ্ত দুজনের আমিরুল হক ওরফে এনাম (৩৮) ও তাজ আলী (২৫)। আমিরুল হক পেশায় আইনজীবী ও আদালতের সরকারি সহকারী কৌঁসুলি (এপিপি)। তাঁর বাড়ি জেলার জগন্নাথপুর উপজেলায়। তিনি সুনামগঞ্জ পৌর শহরের মুহাম্মদপুর এলাকায় ভাড়া বাসায় থাকতেন। আর তাজ আলী সুনামগঞ্জ পৌর শহরের বড়পাড়া এলাকার আহমদ আলীর ছেলে।
পুলিশ জানায়, সোমবার বিকেলে পৌর শহরের মুহাম্মদপুর এলাকায় আমিরুল হকের বাসায় অভিযান চালান ভ্রাম্যমাণ আদালত। এ সময় আমিরুল হক পালানোর চেষ্টা করলে এলাকাবাসীর সহযোগিতায় তাঁকে ও তাজ আলীকে আটক করা হয়। পরে তাদের কাছ থেকে ১৯ পিস ইয়াবাবড়ি উদ্ধার করা হয়। সন্ধ্যায় ভ্রাম্যমাণ আদালত এই দুজনকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ডাদেশ দেন।
সুনামগঞ্জ জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও ভ্রাম্যমাণ আদালতের বিচারক মো. শাকিল আহমদ দুজনকে ইয়াবাসহ আটক এবং সাজা দেওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন। সাজাপ্রাপ্তদের কারাগারে পাঠানো হয়েছে।