সাড়ে ৮ ঘণ্টা পর নাটোরে ট্রেন চলাচল স্বাভাবিক
প্রায় সাড়ে আট ঘণ্টা পর উত্তরাঞ্চলের সঙ্গে ঢাকা ও দক্ষিণাঞ্চলের রেল চলাচল স্বভাবিক হয়েছে। আজ মঙ্গলবার সকাল ৯টা ৪০ মিনিটের দিকে এ রুটে ট্রেন চলাচল স্বাভাবিক হয়। এর আগে গতকাল সোমবার দিবাগত রাত সোয়া ১টার দিকে ট্রাক-ট্রেন সংঘর্ষে রেল চলাচল বন্ধ হয়ে যায়।
নাটোর রেলস্টেশনের মাস্টার অশোক চক্রবর্তী এনটিভি অনলাইনকে বলেন, ঘটনার পর ঈশ্বরদী থেকে একটি উদ্ধারকারী ট্রেন এসে দুর্ঘটনাকবলিত ট্রেনটিকে সকাল ৯টার দিকে নাটোর স্টেশনে নিয়ে যায়। এরপর রেললাইন ও কালভার্ট মেরামত করে ট্রেন চলাচল স্বাভাবিক হয়। নাটোর স্টেশনে অপেক্ষারত নীলফামারী থেকে ছেড়ে আসা ঢাকাগামী নীলসাগর এক্সপ্রেস ট্রেনটি ছেড়ে যাওয়ার মাধ্যমে এ রুটে ট্রেন চলাচল শুরু হয়।
রেলওয়ে ম্যানেজার আফজাল হোসেন জানান, এ ঘটনায় রেলওয়ে পশ্চিমাঞ্চলের বিভাগীয় পরিবহন কর্মকর্তা শওকত জামিলকে প্রধান করে চার সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। আগামী তিনদিনের মধ্যে তদন্ত কমিটির প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।
এর আগে নাটোর সদর সার্কেলের জ্যেষ্ঠ পুলিশ সুপার (এসপি) রফিকুল ইসলাম জানিয়েছেন, গতকাল রাত সোয়া ১টার দিকে ঢাকাগামী আন্তনগর রংপুর এক্সপ্রেস ট্রেনটি শহরের তেবাড়িয়া বাইপাস লেভেল ক্রসিং অতিক্রম করার সময় চাঁপাইনবাবগঞ্জ থেকে ঢাকাগামী পাথরবাহী একটি ট্রাক রেললাইনের ওপর উঠে যায়। এতে ট্রাকটি দুমড়েমুচড়ে যায়। এ দুর্ঘটনায় ট্রেনের লাইন ও একটি কালভার্ট ক্ষতিগ্রস্ত হয়। তিনি আরো জানান, লেভেলক্রসিংয়ের গেট না ফেলাতে এ দুর্ঘটনা ঘটেছে।