নাটোরে ট্রেন-ট্রাক সংঘর্ষ, ঢাকার সঙ্গে রেল বন্ধ
নাটোরের তেবাড়িয়া লেভেল ক্রসিংয়ে যাত্রীবাহী ট্রেনের সঙ্গে পাথরবোঝাই ট্রাকের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে ট্রেনের ইঞ্জিন লাইনচ্যুত হয়ে উত্তরাঞ্চলের সঙ্গে ঢাকা ও দক্ষিণাঞ্চলের রেল চলাচল বন্ধ হয়ে গেছে। গতকাল সোমবার দিবাগত রাত সোয়া ১টার দিকে এ ঘটনা ঘটে।
নাটোর সদর সার্কেলের জ্যেষ্ঠ পুলিশ সুপার (এসপি) রফিকুল ইসলাম জানায়, রাতে ঢাকাগামী আন্তনগর রংপুর এক্সপ্রেস ট্রেনটি শহরের তেবাড়িয়া বাইপাস লেভেল ক্রসিং অতিক্রম করার সময় চাঁপাইনবাবগঞ্জ থেকে ঢাকাগামী পাথরবাহী একটি ট্রাক রেললাইনের ওপর উঠে যায়। এতে ট্রাকটি দুমড়েমুচড়ে যায়। এ ঘটনায় ট্রেনের বেশ কয়েকজন যাত্রী আহত হয়েছেন। তবে তাদের অবস্থা আশঙ্কামুক্ত।
আজ মঙ্গলবার সকালে রেলওয়ে পশ্চিম অঞ্চলের মহাব্যবস্থাপক (জিএম) মো. খাইরুল আলম এনটিভি অনলাইনকে জানান, ঈশ্বরদী থেকে উদ্ধারকারী ট্রেন এসে উদ্ধার কাজ চালাচ্ছে। এ দুর্ঘটনায় ট্রেনের লাইন ও একটি কালভার্ট ক্ষতিগ্রস্ত হয়েছে। এগুলো মেরামত করার পরই ট্রেন চলাচল স্বাভাবিক হবে।
তবে কত সময় পর ট্রেন চলাচল স্বাভাবিক হবে তা জানাতে পারেননি এ রেল কর্মকর্তা।