স্ত্রীকে গলায় ফাঁস দিয়ে হত্যার পর নিজেও ঝুললেন!
মেহেরপুরের গাংনী উপজেলার পোড়াপাড়া গ্রাম থেকে দাউদ হোসেন ও তাঁর স্ত্রী সাহিদা খাতুনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
গতকাল শনিবার বিকেল সাড়ে ৫টার দিকে মরদেহ দুটি উদ্ধার করা হয়। পারিবারিক কলহের জের ধরে স্ত্রীকে হত্যার পর স্বামী দাউদ হোসেন আত্মহত্যা করেছেন বলে ধারণা করছে পুলিশ।
গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওবাইদুর রহমান জানান, শনিবার বিকেলে বৃষ্টির সময় স্থানীয় লোকজন দাউদ হোসেনকে বাড়ির পেছনে একটি ডুমুরগাছে ফাঁস লাগানো অবস্থায় দেখতে পান। পরে লোকজন তাঁর বাড়িতে গিয়েও স্ত্রী সাহিদা খাতুনের ফাঁস লাগানো মরদেহ দেখতে পান।
ওসি বলেন, মৃত্যুর বিষয়ে তদন্ত হচ্ছে। কী কারণে ঘটনাটি ঘটেছে, সেটি দেখা হচ্ছে। প্রাথমিকভাবে পারিবারিক কলহের জের ধরে এটি ঘটেছে বলে মনে হচ্ছে।