সুনামগঞ্জে বাবা হত্যায় ছেলের যাবজ্জীবন
সুনামগঞ্জের ছাতকে বাবাকে হত্যার দায়ে ছেলের যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। সুনামগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ মোহাম্মদ আবদুল্লাহ আল মামুন আজ বুধবার এ রায় দেন। দণ্ডাদেশপ্রাপ্ত ব্যক্তি জেলার ছাতক উপজেলার মঈনপুর গ্রামের শহিদ মিয়ার ছেলে আবদুর রশিদ।
মামলা সূত্রে জানা যায়, ২০০৯ সালের ২৩ মে সন্ধ্যায় ওই ঘটনা ঘটে। ওই দিন বিকেলে আবদুর রশিদ বাড়ির একটি মোরগ ধরে নিয়ে বাজারে বিক্রি করে দেন। বাজার থেকে বাড়িতে আসার পর শহিদ মিয়ার ছেলের কাছে মোরগ বিক্রির কারণ জানতে চান। এ নিয়ে কথা কাটাকাটির একপর্যায়ে আবদুর রশিদ লাঠি দিয়ে শহিদ মিয়াকে আঘাত করেন। এতে গুরুতর আহত হন শহিদ। পরে তাঁকে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে রাতে তিনি মারা যান। ঘটনার পরের দিন শহিদ মিয়ার স্ত্রী নুরুন নেছা বাদী হয়ে আবদুর রশিদের বিরুদ্ধে ছাতক থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।
মামলায় তদন্ত শেষে পুলিশ আবদুর রশিদের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দেয়। মামলার দীর্ঘশুনানি শেষে আজ বুধবার রায় ঘোষণা করেন আদালত। রায় ঘোষণার সময় আসামি আবদুর রশিদ আদালতে উপস্থিত ছিলেন। পরে তাঁকে কারাগারে পাঠানো হয়।
মামলার রায়ের বিষয়টি নিশ্চিত করেছেন সুনামগঞ্জের সহকারী সরকারি কৌঁসুলি (এপিপি) সৈয়দ জিয়াউল ইসলাম। মামলায় বাদী পক্ষে ছিলেন আইনজীবী আবু তাহের মোহাম্মদ রুহুল আমিন। আসামি পক্ষে ছিলেন আইনজীবী মো. কামাল হোসেন।