সুনামগঞ্জে ঈদের পর কাবাডি খেলা অনুষ্ঠিত
সুনামগঞ্জ সদর উপজেলার কাঠইর ইউনিয়নের জগজ্জীবনপুর গ্রামের মাঠে দিনভর জমজমাট ঈদ পরবর্তী দাওয়াতি কাবাডি খেলা অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার স্থানীয় জগজ্জীবনপুর, মদনপুর ও কান্দাগাঁও এই তিন গ্রামের মানুষ মিলে এই খেলার আয়োজন করে।
সুনামগঞ্জ সদর উপজেলার জগজ্জীবনপুর, মদনপুর ও কান্দাগাঁও এবং ছাতক উপজেলার চরমহল্লা ইউনিয়নের জলালীপুর, শেওতার চর ও দুর্লভপুর গ্রামের ৫০টি দল দিনভর খেলায় অংশ নেয়।
আয়োজক কমিটির পক্ষ থেকে জানানো হয়, সকালে ছাতক উপজেলার লোকজন দাওয়াতি লোকজনের খাবার-দাবারের জন্য দুটি গরু জবাই করে। গ্রামের ঘরে ঘরে গরুর মাংস দেওয়া হয়। এর পর প্রতিটি ঘরে ভাগ করে দেওয়া হয় দাওয়াতি লোকজনকে। দুপুরে খেলার বিরতির সময় এসব লোকজন দাওয়াত খান।
আয়োজক কমিটির জানান, জগজ্জীবনপুর গ্রামের মাঠে দাওয়াতি এই কাবাডি খেলা ২০ থেকে ৩০ বছর ধরে হয়ে আসছে। গ্রামের লোকজন প্রতি বছর এই খেলার আয়োজন করেন। যে বছর হাওরের বোরো ধান ভালো হয় সে বছর খেলার আয়োজনও থাকে বড়। এই আয়োজনে আশপাশের গ্রামগুলোতেও উৎসবের আমেজ ছড়িয়ে পড়ে। এসব খেলায় কোনো পুরস্কার থাকে না। তবে যাদের দাওয়াত দিয়ে আনা হয় তাদের উপহার সামগ্রী দেওয়া হয়। এবার খেলার পর একটি খাসি উপহার দেওয়া হয়েছে দাওয়াতি লোকজনদের।
এ সময় খেলায় উপস্থিত ছিলেন আয়োজক কমিটির সভাপতি জগজ্জীবনপুর গ্রামের বাসিন্দা এমরান হোসেন, সদস্য রবিউল হাসান, জিনার হোসেন প্রমুখ।