গণতন্ত্র নির্বাসনে দেওয়ার ষড়যন্ত্র চলছে : খালেদা জিয়া
দেশ থেকে গণতন্ত্রকে চিরতরে নির্বাসনে দেওয়ার ষড়যন্ত্র চলছে বলে অভিযোগ করেছেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া। তিনি বলেছেন, ‘একতরফা নির্বাচন করে বেনামি একদলীয় শাসন কায়েমের চক্রান্ত এখন স্পষ্ট হয়ে উঠেছে।’
শহীদ নূর হোসেন দিবস উপলক্ষে দেওয়া এক বাণীতে এ কথা বলেন খালেদা জিয়া। অন্যদিকে বিএনপির পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে, সরকার গণগ্রেপ্তারের নামে বিরোধী পক্ষকেই দমন করছে।
দলের মুখপাত্র আসাদুজ্জামান রিপন স্বাক্ষরিত বাণীতে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া উল্লেখ করেন, নব্বইয়ের গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে এ জাতি যে গণতন্ত্রকে মুক্ত করেছিল, সেই গণতন্ত্র এখন আবারো শৃঙ্খলিত হয়ে পড়েছে। তিনি বলেন, ‘সেদিনের পতিত স্বৈরাচার বর্তমান সরকারের সহযোগী, যা দুর্ভাগ্যজনক।’ গণতন্ত্র পুনরুদ্ধারে সচেষ্ট হতে সবার প্রতি আহ্বান জানান সাবেক প্রধানমন্ত্রী।
এদিকে রাজধানীতে দলের নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে চলমান গণগ্রেপ্তারের তীব্র সমালোচনা করে বিএনপির পক্ষ থেকে বলা হয়, এ গ্রেপ্তার বর্তমান সরকারের বিরোধী পক্ষ দমনেরই ধারাবাহিকতা।
বিএনপির আন্তর্জাতিকবিষয়ক সম্পাদক আসাদুজ্জামান রিপন বলেন, ‘সরকার দমন-পীড়নের যে নীতি গ্রহণ করেছে, এখনো সেই নীতিই তারা অব্যাহত রেখেছে বলে মনে হচ্ছে। স্থানীয় সরকারমন্ত্রী বলেছেন, ক্রিমিনালদের ধরা হচ্ছে। তাঁকে আমরা স্মরণ করিয়ে দিতে চাই, রাজনৈতিক নেতাকর্মীদের ক্রিমিনাল হিসেবে গণ্য করা মোটেই রাজনৈতিক শিষ্টাচারের মধ্যে পড়ে না। এ ধরনের মনোভাব উগ্র ফ্যাসিবাদের জন্ম দেয়।’
এদিকে জাতীয় প্রেসক্লাবে শ্রমিক দল আয়োজিত ৭ নভেম্বরের আলোচনায় বিএনপি নেতা নজরুল ইসলাম খান আবারো জাতীয় ঐক্যের আহ্বান জানিয়েছেন। তিনি সমালোচনা করেন প্রধানমন্ত্রীর সাম্প্রতিক বক্তব্যের।
বিএনপির স্থায়ী কমিটির এ সদস্য বলেন, ‘দেশের সরকারপ্রধান বলে দিলেন, কোনো আলোচনা হবে না। অত্যন্ত নোংরাভাবে বলেছেন। অত্যন্ত খারাপভাবে বলেছেন। একটার পর একটা ঘটনা ঘটছে, এটা বন্ধ হওয়া দরকার। অবিলম্বে এটা বন্ধ হওয়া দরকার। আমরা নিশ্চিন্তে-নির্বিঘ্নে ঘুমাতে চাই।’
কৃষক দলের অন্য এক আলোচনায় বক্তারা গণতন্ত্রকে মুক্ত করার আন্দোলনে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।