মাদকবিরোধী প্রচারণায় খাগড়াছড়িতে ডিজিটাল এলইডি ডিসপ্লের উদ্বোধন
মাদকবিরোধী প্রচারণার অংশ হিসেবে খাগড়াছড়িতে ডিজিটাল কিয়স্ক (KIOSK) এলইডি ডিসপ্লের উদ্বোধন করা হয়েছে।
আজ রোববার দুপুরে প্রশাসক কার্যালয়ে প্রধান অতিথি নবাগত জেলা প্রশাসক প্রতাপ চন্দ্র বিশ্বাস এ এলইডি ডিসপ্লের উদ্বোধন করেন।
এ সময় পুলিশ সুপার মোহা. আহমারউজ্জামান, সিভিল সার্জন মো. ইদ্রিস মিয়া, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক মোহাম্মদ আব্দুল হামিদ, সেবাবাহিনী, বিজিবির ঊর্ধ্বতন কর্মকর্তাসহ বিভাগীয় প্রধানরা উপস্থিত ছিলেন।
জেলা আইনশৃঙ্খলা ও এ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় জেলা প্রশাসক প্রতাপ চন্দ্র বিশ্বাস মাদকের বিরুদ্ধে সরকারের কঠোর মনোভাব ও জিরো টলারেন্স নীতির কথা উল্লেখ করে যার যার অবস্থান থেকে ভূমিকা রাখার আহ্বান জানান।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের খাগড়াছড়ি জেলার দায়িত্বে নিয়োজিত সহকারী পরিচালক মোহাম্মদ আব্দুল হামিদ জানান, জনসাধারণের মধ্যে মাদকবিরোধী সচেতনামূলক বিভিন্ন প্রামাণ্যচিত্র, নাটিকা ও গুরুত্বপূর্ণ তথ্যচিত্র প্রচারের জন্য এ ডিজিটাল কিয়স্ক এলইডি ডিসপ্লে কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।
জেলা প্রশাসকের কার্যালয়, জেলা শহর আধুনিক হাসপাতাল ও মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে প্রথম পর্যায়ে তিনটি ডিজিটাল এলইডি ডিসপ্লে স্থাপন করা হবে।