খাগড়াছড়িতে সাংবাদিকদের বুনিয়াদি প্রশিক্ষণ
বাংলাদেশ প্রেস ইনস্টিটিউটের (পিআইবি) উদ্যোগে খাগড়াছড়িতে তিনদিনব্যাপী সাংবাদিকতার বুনিয়াদি প্রশিক্ষণ শুরু হয়েছে।
আজ বুধবার সকালে খাগড়াছড়ি প্রেসক্লাব মিলনায়তনের এ প্রশিক্ষণের উদ্বোধন করেন জেলা প্রশাসক মুহাম্মদ ওয়াহিদুজ্জামান।
খাগড়াছড়ি প্রেসক্লাবের সভাপতি জীতেন বড়ুয়ার সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য দেন পুলিশ সুপার (এসপি) মো. মজিদ আলী, পিআইবির সমন্বয়ক জিলহাস উদ্দিন নিপুন, জেলা তথ্য কর্মকর্তা মিলন চাকমা, দৈনিক অরণ্য বার্তার সম্পাদক চৌধুরী আতাউর রহমান রানা।
খাগড়াছড়ি জেলা সদরে কর্মরত ইলেক্ট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকরা এ বুনিয়াদি প্রশিক্ষণে অংশ নিচ্ছেন। আগামী ১৩ নভেম্বর এ কর্মশালা শেষ হবে।