সংলাপপন্থীরা দানব দমনে বাগড়া দিচ্ছেন : তথ্যমন্ত্রী
তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, ‘আজকে দানব দমনের কাজ যখন মাঝপথে চলছে, সেখানে সংলাপপন্থীরা মিটমাটের প্রস্তাব দিয়ে দানব দমনের কাজে বাগড়া দিচ্ছেন। লাভ হবে না।’
আজ রোববার দুপুরে পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পাবিপ্রবি) নবীন বরণ, বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক সপ্তাহ এবং ইন্টার ইউনিভার্সিটি আইটি ফেয়ার-২০১৪ বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ অনুষ্ঠান হয়। সেখানে বিশেষ অতিথির ভাষণে মন্ত্রী এসব কথা বলেন।
তথ্যমন্ত্রী বলেন, ‘রাজাকারের সঙ্গে মুক্তিযোদ্ধার মিটমাট হয় না। পাকিস্তানের সঙ্গে মিটমাট হয় না। সামরিক শাসকদের সঙ্গে মিটমাট হয় না। এখানে একটাই সিদ্ধান্ত, ওদের পরাজিত করতে হবে। ওদের পরাজয়ের ধ্বংসস্তূপের ওপরই বাংলাদেশ হাসবে।’
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত বলেন, ২০-দলীয় জোটের অনির্দিষ্টকালের হরতাল-অবরোধ এখন অকার্যকর। বাস্তবিক অর্থে এখন আর কেউ হরতাল অবরোধ মানছে না। তবে হরতাল অবরোধ নিয়ে জনগণের মধ্যে সামান্য ভীতি কাজ করছে।
হরতাল-অবরোধ প্রসঙ্গে অর্থমন্ত্রী বলেন, ‘এই দুষ্কর্ম যা দুই মাসব্যাপী চলছে, সেটা অচিরেই বন্ধ হবে। এই দুষ্কর্ম কোনোমতেই আমাদের যে লক্ষ্যস্থল, দেশের উন্নয়ন, সেখান থেকে অন্য পথে যেতে দেবে না। আমরা এগিয়ে যাবই।’ তিনি বলেন, দেশে একটা ভীতির আবহ আছে। তাই বিএনপির নেতা-কর্মীদের দায়িত্ব, দেশকে ভীতির অবস্থা থেকে মুক্ত করা।
সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর বলেন, ‘হত্যা দিয়ে কোনো মহৎ আদর্শ প্রতিষ্ঠিত হয়নি। মহৎ লক্ষ্য-আদর্শ প্রতিষ্ঠিত হয়েছে একমাত্র মানুষের সংগ্রামের মধ্য দিয়ে, মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে। গুপ্তহত্যা বা হত্যা দিয়ে বা মানুষকে পুড়িয়ে হয়নি।’
পাবিপ্রবির উপাচার্য ড. আল -নকীব চৌধুরী সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর, পাবিপ্রবি রিজেন্ট বোর্ড সদস্য ও স্কয়ার টয়লেট্রিজ ও মাছরাঙা টেলিভিশনের ব্যবস্থাপনা পরিচালক অঞ্জন চৌধুরী, পাবনা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গোলাম ফারুক প্রিন্স, পাবনা জেলা পরিষদের প্রশাসক এম সাইদুল হক চুন্নু, পাবনার ভারপ্রাপ্ত জেলা প্রশাসক মোল্লা মাহমুদ হাসান, পুলিশ সুপার মিরাজ উদ্দিন আহমেদ, পাবিপ্রবির বাংলা বিভাগের চেয়ারম্যান ড. এম আবদুল আলীম, ছাত্র উপদেষ্টা ড. মুহাম্মদ হাবিবুল্লাহ, বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক ড. আওয়াল কবির জয়, প্রফেসর কিসলু নোমান, নতুন ছাত্রী সুমাইয়া আখতার প্রমুখ।