সুনামগঞ্জে হত্যা মামলায় একজনের মৃতুদণ্ড, তিনজনের যাবজ্জীবন
সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার ভ্যানচালক তরিবউল্লাহ হত্যা মামলার রায়ে এক ব্যক্তিকে মৃত্যুদণ্ড এবং তিনজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। এ মামলায় দুজনকে খালাস দেওয়া হয়েছে। আজ সোমবার সকালে সুনামগঞ্জের অতিরিক্ত দায়রা জজ মোহাম্মদ আবদুল্লাহ আল মামুন এ রায় দেন। এ সময় আসামিরা আদালতে উপস্থিত ছিলেন।
মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি হলেন তাহিরপুর উপজেলার শিমুলতলা গ্রামের আবদুন নূর। যাবজ্জীবন দণ্ডপ্রাপ্তরা হলেন একই গ্রামের হাবিবুর রহমান, ইদ্রিস মিয়া ও শাহানুর মিয়া। এ ছাড়া খালাসপ্রাপ্ত আসামি দুজন হলেন বজলুর রহমান ও তানজু মিয়া।
মামলার এজাহার সূত্রে জানা যায়, তাহিরপুর উপজেলার শিমুলতলা গ্রামের দেলোয়ার হোসেনের সঙ্গে জমিজমা নিয়ে প্রতিবেশীদের বিরোধ ছিল। এর জের ধরে ২০১৬ সালের ২১ এপ্রিল রাতে প্রতিপক্ষের লোকজন তাঁদের বাড়িতে এসে হামলা চালায়। এ সময় প্রতিপক্ষের ধারালো অস্ত্রের আঘাতে দেলোয়ার হোসেনের বাবা সফিউল্লাহ ও চাচা তরিব উল্লাহ গুরুতর আহত হন।
গুরুতর আহত অবস্থায় তরিব উল্লাহকে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার সময় তিনি মারা যান।
ওই দিনই দেলোয়ার হোসেন বাদী হয়ে ছয়জনের বিরুদ্ধে তাহিরপুর থানায় একটি হত্যা মামলা করেন। পুলিশ তদন্ত শেষে আসামিদের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দেয়। মামলার দীর্ঘশুনানি শেষে আদালত আজ সোমবার এ রায় ঘোষণা করেন।
আদালতের সরকারি সহকারী কৌঁসুলি (এপিপি) সৈয়দ জিয়াউল ইসলাম রায়ের বিষয়টি নিশ্চিত করে জানান, মামলায় রায়ে তাঁরা সন্তুষ্ট।