ছাতক চন্দ্রনাথ বালিকা বিদ্যালয়ে সাংসদ মহিবুর রহমান মানিককে সংবর্ধনা
সুনামগঞ্জের ছাতক উপজেলার দেড়শত বছরের ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান হলো চন্দ্রনাথ বালিকা উচ্চ বিদ্যালয়। আজ সোমবার দুপুরে চন্দ্রনাথ বালিকা উচ্চ বিদ্যালয় সরকারি ও কলেজ করার দাবিতে এক সভা অনুষ্ঠিত হয়। এ সময় সুনামগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য মহিবুর রহমান মানিককে সংবর্ধনা দেওয়া হয়। সভা শেষে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
সভায় ঐতিহ্যবাহী চন্দ্রনাথ বালিকা উচ্চ বিদ্যালয়টিকে সরকারি করে কলেজে রূপান্তর করার মাধ্যমে এ উপজেলার হাজারো শিক্ষার্থীর উচ্চশিক্ষার সুযোগের দাবি জানান বক্তারা।
এ সময় সংসদ সদস্য মহিবুর রহমান মানিক বলেন, ‘চন্দ্রনাথ বিদ্যালয় জেলার ভালোমানের শিক্ষাপ্রতিষ্ঠান। বিশেষ করে ছাতক উপজেলায় এই প্রতিষ্ঠানটি দীর্ঘদিন ধরে শিক্ষার মান উন্নয়নে বিশেষ ভূমিকা পালন করে আসছে। তাই এই প্রতিষ্ঠানকে উন্নত করতে যা যা উদ্যোগ প্রয়োজন আমরা সেই কাজ করে যাচ্ছি। সেই সঙ্গে প্রতিষ্ঠানটিকে সরকারি করার জন্য পরিকল্পনামন্ত্রীর সঙ্গে কথা বলে ব্যবস্থা করব।’
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন সুনামগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য মহিবুর রহমান মানিক, ছাতক উপজেলা চেয়ারম্যান ফজলুর রহমান, উপজেলা নির্বাহী কর্মকর্তা গোলাম কবির, সিনিয়র সহকারী পুলিশ সুপার বিলাল হোসেন, সহকারী কমিশনার (ভূমি) তাপস শীল, ভাইস চেয়ারম্যান আবু সাদাত মোহাম্মদ লাহিন, মহিলা ভাইস চেয়ারম্যান লিপি বেগম, ছাতক চন্দ্রনাথ বালিকা উচ্চ বিদ্যালয়ের পরিচালনা পরিষদের সভাপতি মো. জয়নাল চৌধুরী, প্রধান শিক্ষক ও সদস্য হাজি ছালিক মিয়া চৌধুরী প্রমুখ।