হাওরের বোরোচাষিদের বিনামূল্যে কৃষি উপকরণ দেওয়ার দাবি
সুনামগঞ্জের হাওর এলাকার বোরোচাষিদের বিনামূল্যে সার, বীজ ও কীটনাশকসহ যাবতীয় কৃষি উপকরণ সরবরাহের দাবিতে সংবাদ সম্মেলন করেছে ‘হাওর বাঁচাও সুনামগঞ্জ বাঁচাও’ আন্দোলন। আজ শনিবার দুপুরে শহীদ মুক্তিযোদ্ধা জগৎজ্যোতি পাবলিক লাইব্রেরি মিলনায়তনে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পড়েন সংগঠনের সাধারণ সম্পাদক বিজন সেন রায়।
এ সময় উপস্থিত ছিলেন, ‘হাওর বাঁচাও সুনামগঞ্জ বাঁচাও’ আন্দোলনের কেন্দ্রীয় কমিটির সভাপতি বজলুল মজিদ চৌধুরী খসরু, সাংগঠনিক সম্পাদক এমরানুল হক চৌধুরীসহ আন্দোলনের কৃষক নেতারা।
সংবাদ সম্মেলনে জানানো হয়, ২০১৭ সালের বন্যায় হাওরের বাঁধ ভেঙে শতভাগ কৃষকের বোরো ফসল তলিয়ে যায়। এই পরিপ্রেক্ষিতে সরকার কৃষকবান্ধব নীতিমালা প্রণয়নসহ নানামুখী কর্মপরিকল্পনা গ্রহণ করে। কিন্তু কৃষকরা পর্যাপ্ত ফসল উৎপাদন করতে পারলেও ধানের ন্যায্য মূল্য না পাওয়ায় ক্ষতির মুখে পড়তে হয়েছে কৃষকদের। ফলে আগামী বোরো মৌসুমে জেলার প্রায় সোয়া দুই লাখ হেক্টর বোরো জমি আবাদ করার সামর্থ্য নেই সুনামগঞ্জের বোরোচাষিদের।
আগামী বোরো মৌসুমে ধান চাষের জন্য সার, বীজ ও কীটনাশকসহ যাবতীয় কৃষি উপকরণ বোরোচাষিদের বিনামূল্যে সরবরাহ ও বিনাসুদে কৃষিঋণ দেওয়ার দাবি জানান বক্তারা।