মেহেরপুরে ট্রাকচাপায় কৃষক নিহত
মেহেরপুরের গাংনী উপজেলায় ট্রাকচাপায় এক কৃষক নিহত হয়েছেন। আজ শনিবার দুপুরে উপজেলার বাওট নামক স্থানে মেহেরপুর-কুষ্টিয়া সড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহতের নাম আকতার হোসেন। তিনি উপজেলার হিজলবাড়িয়া গ্রামের দক্ষিণপাড়ার মৃত আবুল হোসেনের ছেলে।
স্থানীয়রা জানান, গম মাড়াই করার হপার নিয়ে কুষ্টিয়ার দিকে যাচ্ছিলেন আকতার হোসেন। এ সময় পেছন দিক থেকে কুষ্টিয়াগামী একটি ট্রাক ধাক্কা দিলে হপার চালক আকতার ছিটকে রাস্তায় পড়ে যান। বেপরোয়া ট্রাকটির চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।
গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওবাইদুর রহমান জানান, ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ। শিগগিরই এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।