আবাসিক হোটেলে অভিযান, আটক ৪
পিরোজপুরের একটি আবাসিক হোটেলে অভিযান চালিয়ে ‘অবৈধ কার্যকলাপের’ অভিযোগে চারজনকে আটক করেছে পুলিশ। আজ সোমবার দুপুর ১২টায় র্যাব-৮ ও পিরোজপুর সদর থানার যৌথ অভিযানে থানা সড়কের রাব্বি হোটেল থেকে এঁদের আটক করা হয়।
আটককৃতরা হলেন হোটেল ম্যানেজার, অপর দুই নারী এবং এক পুরুষ। আটকের পর ভ্রাম্যমাণ আদালত বসিয়ে তাদের বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয়। সাজার বিষয়ে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট (ভূমি) মো. কামরুজ্জামান জানান, হোটেল ম্যানেজারকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ডাদেশ এবং বাকিদের সাত দিনের কারাদণ্ডাদেশ দেওয়া হয়েছে।
এ ব্যাপারে পিরোজপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. এনায়েত হোসেনের সাথে কথা বলতে চাইলে তিনি ক্যামেরার সামনে কথা বলতে রাজি হননি।