সুনামগঞ্জে সীমান্ত থেকে ১৪ কেজি ভারতীয় গাঁজা জব্দ
সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর উপজেলার চিনাকান্দি সীমান্ত এলাকা থেকে ১৪ কেজি ভারতীয় গাঁজা জব্দ করেছে বিজিবি।
বিজিবি সূত্রে জানা যায়, আজ মঙ্গলবার সকালে বিজিবির একটি টহলদল গোপন সংবাদের ভিত্তিতে বিশ্বম্ভরপুর উপজেলার ধনপুর ইউনিয়নের রাজানগরের চিনাকান্দি সীমান্ত এলাকায় অভিযান চালায়। এ সময় এক ব্যক্তি বিজিবির উপস্থিতি টের পেয়ে ১৪ কেজি ভারতীয় গাঁজা ফেলে পালিয়ে যান। পরে সেগুলো জব্দ করে ক্যাম্পে নিয়ে আসে। জব্দকৃত গাঁজার বাজারমূল্য আনুমানিক ৫০ হাজার টাকা।
সুনামগঞ্জ ২৮ বর্ডার গার্ড ব্যাটালিয়েনের অধিনায়ক লে. কর্নেল মাকসুদুল আলম বলেন, ‘জব্দকৃত গাঁজা সুনামগঞ্জ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ কার্যালয়ে জমা দেওয়ার প্রক্রিয়া চলছে।’