দুর্নীতিবিরোধী অভিযান সারা দেশে চলবে : পরিকল্পনামন্ত্রী
পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান বলেছেন, দুর্নীতি শুধু ঢাকায় নয়, যেকোনো জায়গায় হতে পারে। সারা দেশে দুর্নীতিবিরোধী অভিযান চলছে। যেকোনো সময় যেকোনো জেলায় অভিযান হতে পারে। প্রধানমন্ত্রী পরিষ্কার বলেছেন, দুর্নীতিবাজদের ক্ষেত্রে কোনো বিবেচনা নাই, যেখানে দুর্নীতি পাওয়া যাবে, সেখানেই তাদের বিচারের পর্যায়ে নিয়ে আসব।
আজ বুধবার দুপুরে সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলায় নিরাপদ পানি সরবরাহ ও স্যানিটেশন ব্যবস্থা উন্নয়ন প্রকল্পের আওতায় ৪০০ হতদরিদ্র পরিবারের মধ্যে গভীর নলকূপ বিতরণ অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী এ কথা বলেন।
এ সময় পরিকল্পনামন্ত্রী আরো বলেন, ‘শুধু ঢাকা নয়, এই সুনামগঞ্জেও যদি কোনো দুর্নীতিবাজ থাকে, তাদেরও চিহ্নিত করে আইনের আওতায় আনা হবে।’
অনুষ্ঠানে জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহফুজুল আলম মাসুমের সভাপতিত্বে ও উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী আবদুর রব সরকারের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা আওয়ামী লীগের সহসভাপতি সিদ্দিক আহমদ। এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আকমল হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার হায়াতুন নবী, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান বিজন কুমার দেব প্রমুখ।