খালেদা জিয়া ফিরছেন শনিবার
দীর্ঘ দেড় মাসের বেশি সময় পর বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া আগামী শনিবার দেশে ফিরছেন বলে জানিয়েছেন দলের যুগ্ম মহাসচিব ব্যারিস্টার মাহবুবউদ্দিন খোকন। আজ বৃহস্পতিবার দুপুরে মোবাইল ফোনে খুদে বার্তার মাধ্যমে এ তথ্য জানান তিনি।
গত ১৫ সেপ্টেম্বর লন্ডনে যান খালেদা জিয়া। সেখানে ছেলে তারেক রহমান, তাঁর স্ত্রী জোবাইদা রহমান ও নাতি-নাতনিদের সঙ্গে অবস্থান করছেন তিনি। এই প্রথম পবিত্র ঈদুল আজহার সময় দেশের বাইরে থাকলেন সাবেক প্রধানমন্ত্রী।
এদিকে, খালেদা জিয়ার বিরুদ্ধে দায়ের করা জিয়া চ্যারিটেবল ট্রাস্ট ও জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলার পরবর্তী সাক্ষ্যগ্রহণের জন্য ২৬ নভেম্বর দিন নির্ধারণ করেছেন আদালত। আজ পুরান ঢাকার বকশীবাজারে কারা অধিদপ্তরের প্যারেড মাঠে স্থাপিত তৃতীয় বিশেষ জজ আবু আহমেদ জমাদারের অস্থায়ী আদালতে তাঁর বিরুদ্ধে দুর্নীতির দুই মামলায় সাক্ষ্যগ্রহণের জন্য দিন ধার্য ছিল। তবে খালেদা জিয়া দেশের বাইরে থাকায় আদালতে হাজির হতে পারেননি। এ কারণে তাঁর আইনজীবী সানাউল্লাহ মিয়া সময় চেয়ে আবেদন করেন।