ফিরলেই খালেদা জিয়াকে গ্রেপ্তারের চিন্তা নেই : সেতুমন্ত্রী
সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া দেশে ফিরলেই গ্রেপ্তার হবেন, এমন কোনো চিন্তা-ভাবনা সরকারের নেই।
আজ শুক্রবার বিকেলে নরসিংদীর শিবপুরে ঢাকা-সিলেট মহাসড়কের ইটাখোলায় উন্নয়নকাজ পরিদর্শনকালে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে সেতুমন্ত্রী এ কথা বলেন।
গ্রেপ্তারের ভয়ে বিদেশে থাকলে সরকারের কিছু বলার নেই উল্লেখ করে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর এই সদস্য বলেন, ‘সরকারের পক্ষ থেকে খালেদা জিয়াকে গ্রেপ্তারের কোনো বিষয় নেই। এ রকম হলে তো আমি জানতাম। আমি এ রকম কিছু জানি না।’
‘খালেদা জিয়া দেশের নেতা দেশে আসবেন। আমরাও তাঁকে স্বাগত জানাই। তিনি দেশের মাটিতে রাজনীতি করবেন, সক্রিয় থাকবেন এটাই স্বাভাবিক। দেশের রাজনীতি বিদেশে বসে হয় না।’
এ সময় সেতুমন্ত্রী আরো জানান, প্রবল বর্ষণে ক্ষতিগ্রস্ত রাস্তা মেরামত, ২২টি মহাসড়কে সিএনজিচালিত অটোরিকশা চলাচল বন্ধ নিশ্চিত এবং মহাসড়কগুলোর পাশে অবৈধ দখল থেকে মুক্ত করা- এই তিনটি কাজের উদ্দেশে তিনি পরিদর্শনে বেরিয়েছেন।
এ সময় মন্ত্রীর সঙ্গে সড়ক ও জনপথ (সওজ) বিভাগের নির্বাহী প্রকৌশলী মনিরুজ্জামান, উপজেলা ও পুলিশ প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।