নরসিংদীতে যুবদলের দুই পক্ষের সংঘর্ষ
নরসিংদী শহরে বিএনপির মিছিলের সময় যুবদলের দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ লাঠিপেটা করলে পূর্ব নির্ধারিত সমাবেশ পণ্ড হয়ে যায় বিএনপির। আজ মঙ্গলবার সকালে এ ঘটনা ঘটে।
বিএনপির নেতা-কর্মীরা জানান, আজ সকাল সাড়ে ১০টার দিকে চিনিশপুর তিতাস গ্যাসের কার্যালয়ের সামনে থেকে জেলা বিএনপির সভাপতি খায়রুল কবীর খোকনের নেতৃত্বে একটি মিছিল বের করা হয়। মিছিলটি জেলা বিএনপির কার্যালয়ের সমনে গেলে পুলিশ বাধা দেয়। এ সময় গ্যাস কার্যালয়ের মোড়ে সমাবেশ করেন বিএনপির নেতা-কর্মীরা। সমাবেশ চলাকালে স্লোগান দেওয়াকে কেন্দ্র করে যুবদলের দুই পক্ষের মধ্যে কথা কাটাকাটির একপর্যায়ে সংঘর্ষ বেধে যায়। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে নেতা-কর্মীদের লাঠিপেটা করে ছত্রভঙ্গ করে দেয়। এ সময় ঘটনাস্থল থেকে একটি ককটেলের মতো টেপ প্যাঁচানো বস্তু উদ্ধার করে পুলিশ।
নরসিংদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কাশেম এনটিভি অনলাইনকে বলেন, ‘আমরা খবর পেয়ে ঘটনাস্থলে আসি। পুলিশ আসার পর তারা ভয়ে পালিয়ে যায়। এতে তাদের যে সমাবেশ করার পরিকল্পনা ছিল তারা সেটা করতে পারেনি। এ ঘটনায় কাউকে গ্রেপ্তার করা হয়নি।’
জেলা বিএনপির সভাপতি খায়রুল কবীর খোকন এনটিভি অনলাইনকে বলেন, ‘সভা চলার সময়ে যুবদলের একজন নেতার সঙ্গে আরেকজনের কথা কাটাকাটি হয়। একপর্যায়ে ধাক্কাধাক্কি হয়। পুলিশ এটাকে উচ্ছৃঙ্খলতা মনে করে লাঠিপেটা করে। এতে সমাবেশ পণ্ড হয়ে যায়।’