ইসলামী ব্যাংক কর্মকর্তা হত্যা মামলায় নিরাপত্তাকর্মীর যাবজ্জীবন
নরসিংদীতে ইসলামী ব্যাংক কর্মকর্তা মাহফুজুর রহমান হত্যা মামলায় এক নিরাপত্তাকর্মীকে যাবজ্জীবন কারাদণ্ডাদেশ দিয়েছেন আদালত। একই সঙ্গে আদালত ৩০ হাজার টাকা অর্থদণ্ড অনাদায়ে আরো দুই বছরের সশ্রম কারাদণ্ডাদেশ দিয়েছেন।
আজ মঙ্গলবার বিকেলে অতিরিক্ত জেলা জজ মোহাম্মদ শাহীন উদ্দিন এই রায় ঘোষণা করেন।
যাবজ্জীবন কারাদণ্ডাদেশ পাওয়া আসামি হলেন চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার দেবীনগর কাবাতুল্লাহ মণ্ডলের টোলা গ্রামের সেলিম রেজা। তিনি ইসলামী ব্যাংকের নিরাপত্তাকর্মী হিসেবে নিয়োজিত ছিলেন।
একই সঙ্গে অভিযোগ প্রমাণিত না হওয়ায় আদালত কুষ্টিয়ার কুমারখালী উপজেলার মোহননগর গ্রামের তারজিল হোসেন ওরফে লাভলু ও নীলফামারী সদর উপজেলার পঞ্চপুকুর গ্রামের হাফিজুল ইসলামকে খালাস দেন।
আদালতসংশ্লিষ্ট সূত্রে জানা যায়, চাঁপাইনবাবগঞ্জের দেবীনগর গ্রামের মোসলেহ উদ্দিনের ছেলে মাহফুজুর রহমান ইসলামী ব্যাংক নরসিংদী শাখার কর্মকর্তা ছিলেন। ২০১২ সালের ২০ ফেব্রুয়ারি ব্যাংকের নিচতলায় নিরাপত্তকর্মী সেলিম রেজার গুলিতে তিনি নিহত হন।
ব্যাংকের সিসি টিভি ফুটেজ দেখে ঘটনাটি ইচ্ছাকৃতভাবে হত্যা বলে নিশ্চিত হন নিহতের বড় ভাই মিজানুর রহমান। এরই পরিপ্রেক্ষিতে তিনি নরসিংদী সদর মডেল থানায় তিন নিরাপত্তাকর্মী সেলিম রেজা, তারজীল হোসেন ও হাফিজুল ইসলামের নাম উল্লেখ করে হত্যা মামলা দায়ের করেন। ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে ওই তিন নিরাপত্তাকর্মীকে গ্রেপ্তার এবং ঘটনায় ব্যবহৃত শটগানটি উদ্ধার করে পুলিশ। পুলিশ দীর্ঘ তদন্ত শেষে আদালতে তিনজনের বিরুদ্ধে অভিযোগপত্র দেয়। আদালত ১৫ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ শেষে আজ মঙ্গলবার বিকেলে এই রায় ঘোষণা করেন।