লালমনিরহাটে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত
লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার উত্তর গোতামারী সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের গুলিতে অমূল্য চন্দ্র বর্মণ নামের এক বাংলাদেশি নিহত হয়েছেন। গতকাল বৃহস্পতিবার দিবাগত রাত ৩টার দিকে ৯০১ নম্বর আন্তর্জাতিক সীমান্ত খুঁটির (পিলার) ৬ নম্বর উপস্তম্ভের (সাব-পিলার) কাছে এ ঘটনা ঘটে।
নিহত ব্যক্তি পার্শ্ববর্তী দইখাওয়া গ্রামের মহেশ চন্দ্র বর্মণের ছেলে।
স্থানীয়দের বরাত দিয়ে লালমনিরহাট বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) পক্ষ থেকে জানানো হয়, অমূল্যসহ বেশ কজন কাঁটাতারের বেড়া ডিঙিয়ে ভারত থেকে গরু আনার প্রস্তুতি নিচ্ছিল। বিষয়টি টের পেয়ে ২১ বিএসএফ ব্যাটালিয়নের বড় মরিচা ক্যাম্পের একটি টহল দল বাংলাদেশিদের লক্ষ্য করে গুলি ছোড়ে। এতে ঘটনাস্থলেই অমূল্য নিহত হন। পরে অমূল্যের সঙ্গে থাকা ব্যক্তিরা তাঁর লাশ বাড়িতে নিয়ে যান।
লালমনিরহাট বিজিবি ১৫ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল আহমেদ বজলুর রহমান হায়াতী জানান, বিএসএফের কাছে এ ঘটনার প্রতিবাদ ও পতাকা বৈঠকের আহ্বান জানিয়ে চিঠি দেওয়া হবে।
এর আগে গতকাল সাতক্ষীরার তলুইগাছা সীমান্তের বিপরীতে ভারতের তারালিতে বিএসএফের গুলিতে দুই বাংলাদেশি নিহত হন।