তরুণীকে ধর্ষণের পর হত্যা, দুজনকে যাবজ্জীবন
নরসিংদীর বেলাবোতে তরুণীকে ধর্ষণের পর হত্যার দায়ে দুজনকে যাবজ্জীবন কারাদণ্ডাদেশ দিয়েছেন আদালত। আজ মঙ্গলবার বিকেলে জেলা আদালতের নারী ও শিশু নির্যাতন দমন টাইব্যুনালের বিচারক শামীম আহমদ এই রায় ঘোষণা করেন।
যাবজ্জীবন দণ্ডাদেশ পাওয়া আসামিরা হলেন বেলাব উপজেলার বীর বাঘব গ্রামের আল আমিন (২৮) ও আজিম মিয়া (২৫)। রায় ঘোষণার সময় তাঁরা আদালতে উপস্থিত ছিলেন।
জেলা আদালত সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, ২০১২ সালের ১৬ এপ্রিল রাতে বীর বাঘব গ্রামের মৃত লাল মিয়ার মেয়ে আছমা বেগম (১৮) বাড়ি থেকে নিখোঁজ হন। তিনদিন পর ১৯ এপ্রিল বাড়ির অদূরে একটি বাঁশঝাড় থেকে নিখোঁজ আছমা বেগমের মৃতদেহ উদ্ধার করে পুলিশ। এই ঘটনায় নিহতের মামা বাদী হয়ে বেলাব থানায় অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করে হত্যা মামলা করেন।
পরে নিহতের ময়নাতদন্ত প্রতিবেদনে ধর্ষণের আলামত ধরা পড়ে। পুলিশ ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে প্রথমে আল আমিনকে গ্রেপ্তার করে। পুলিশের জিজ্ঞাসাবাদে আল আমিন স্বীকার করেন, নাটক দেখানোর প্রলোভন দেখিয়ে আছমাকে বাড়ি থেকে নিয়ে যান। পরে আল আমিন ও আজিম মিলে আছমাকে ধর্ষণের পর হত্যা করেন। এরই পরিপ্রেক্ষিতে পরে পুলিশ আজিমকে গ্রেপ্তার করে। একই বছরের ৩০ মে মামলার তদন্ত কর্মকর্তা বেলাব থানার উপপরিদর্শক (এসআই) আজহারুল ইসলাম এই ঘটনায় গ্রেপ্তার হওয়া দুজনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দেন। আদালত সাতজন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ শেষে আজ বিকেলে এই রায় ঘোষণা করেন।