খালেদা জিয়ার সামনে বিকল্প নেই : স্বাস্থ্যমন্ত্রী
স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন, ‘বিএনপি নেত্রী খালেদা জিয়ার সামনে নির্বাচনে অংশ নেওয়া ছাড়া বিকল্প কোনো পথ খোলা নেই। পৌর নির্বাচনে অংশ না নিলে আগামীতে তাঁর এবং বিএনপির অস্তিত্বই শেষ হয়ে যাবে।’
আজ বুধবার বিকেলে চুয়াডাঙ্গা টাউন ফুটবল মাঠে জেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক কাউন্সিলে দলের সভাপতিমণ্ডলীর সদস্য মোহাম্মদ নাসিম প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন ।
সম্মেলনে আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক মাহবুব-উল-আলম হানিফ জেলা আওয়ামী লীগের বর্তমান সভাপতি ও জাতীয় সংসদের হুইপ সোলায়মান হক জোয়ার্দ্দার ও সাধারণ সম্পাদক আজাদুল ইসলামকে নিজ নিজ পদে রেখে ৭১ সদস্যের নতুন জেলা কমিটির ঘোষণা দেন।
স্বাস্থমন্ত্রী মোহাম্মদ নাসিম বলেন, ‘শেখ হাসিনা ২০১৪ সালে নির্বাচন দিয়ে বলেছিলেন, জনগণ যে রায় দেবে, তাই তিনি মেনে নেবেন। কিন্তু খালেদা জিয়া যুদ্ধাপরাধী জামায়াতের পরামর্শে নির্বাচনে গেলেন না।’
সম্মেলনে মাহবুব-উল-আলম বলেন, ‘কুখ্যাত রাজাকার আব্দুল আলিমকে জিয়াউর রহমান রেলমন্ত্রী বানিয়েছিলেন। খালেদা জিয়াসহ বিএনপির রাজনীতির সঙ্গে জড়িতরা পাকিস্তানের এজেন্ট। একাত্তরে মানবতাবিরোধী অপরাধে দণ্ডিত সালাহউদ্দিন কাদের চৌধুরীর রায় কার্যকর হওয়ার পর পাকিস্তান থেকে বেহায়ার মতো প্রতিবাদ জানিয়েছেন। এতে আমাদের কোনো কিছু যায় আসে না।’
জেলা আওয়ামী লীগের সভাপতি সোলায়মান হক জোয়ার্দ্দারের সভাপতিত্বে সম্মেলনে স্বাগত বক্তব্য দেন জেলা সাধারণ সম্পাদক আজাদুল ইসলাম। আরো বক্তব্য দেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক বি এম মোজাম্মেল হক, খালিদ মাহমুদ চৌধুরী, কেন্দ্রীয় কমিটির সদস্য এস এম কামাল হোসেন, চুয়াডাঙ্গা-২ আসনের সংসদ সদস্য আলী আজগার টগর, আওয়ামী লীগ নেতা হাসান কাদির গনু, সিরাজুল আলম ঝন্টু, গোলাম মোর্তুজা, আব্দুল মান্নান প্রমুখ।