বিএনপি ছিন্নভিন্ন হয়ে গেছে : স্বাস্থ্যমন্ত্রী
নির্বাচন ছাড়া কোনো দল বাঁচতে পারে না। ৫ জানুয়ারির নির্বাচনে অংশ না নিয়ে বিএনপি ছিন্ন-ভিন্ন হয়ে গেছে। এখন আর তারা মাঠে নাই বলে মন্তব্য করেছেন স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম। এ সময় তিনি বিএনপি চেয়ারপারসনকে আর ‘ভুল’ না করে আগামী পৌর ও স্থানীয় সরকার নির্বাচনে অংশ নেওয়ার আহ্বান জানান।
আজ রোববার সন্ধ্যায় লালমনিরহাট জেলা স্বেচ্ছাসেবকলীগের দ্বি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সভাপতি মোহাম্মদ নাসিম।
স্বাস্থ্যমন্ত্রী বিএনপি চেয়ারপারসনকে উদ্দেশ্য করে বলেন, আপনি চিকিৎসার জন্য লন্ডন গেছেন এতে কোনো অসুবিধা নাই। কিন্তু সেখানে বসে কেন ষড়যন্ত্র করছেন? বিদেশি নাগরিক ও পুলিশ সদস্যদের হত্যা করে দেশের উন্নয়নকে বাধাগ্রস্ত করতে চেষ্টা করছেন।
‘যদি গণতন্ত্রে বিশ্বাস করেন তবে জ্বালাও-পোড়াও বন্ধ করতে হবে। হত্যার রাজনীতি বন্ধ করতে হবে। আপনি আন্দোলন করতে পারবেন না। আন্দোলন করার মতো কোনো সাহসী কর্মী আপনার নাই। আন্দোলন যদি করতেই হয় তবে আওয়ামী লীগের কাছে শিখতে হবে।’
মোহাম্মদ নাসিম বলেন, দুই বছর ধরে আমরা নির্বাচিত হিসেবে সরকারে আছি। খালেদা জিয়া মনে করেছিলেন ৫ জানুয়ারির নির্বাচনের পর এই দেশে কোনো সরকার থাকবে না। কোনো দেশ এই সরকারকে স্বীকার করবে না। বর্তমান সরকারকে সারা দুনিয়া স্বীকার করে নিয়েছে।
‘২০১৯ সালের একদিন আগেও নির্বাচন হবে না, নির্বাচনের প্রশ্নই উঠে না এবং ভারতসহ অন্য অনেক দেশের মতো বাংলাদেশেও সেই নির্বাচন হবে রাজনৈতিক অর্থাৎ বর্তমান সরকারের অধীনে।’
বিএনপির সমালোচনা করে মোহাম্মদ নাসিম বলেন, ২০১৯ সালের নির্বাচনের মাঠে খেলা হবে। আমরা খেলতে পছন্দ করি। মাঠে আসুন। পালিয়ে যাবেন না। আওয়ামী লীগ সরকার দেশের উন্নয়নে কাজ করেছে। সেই কাজ দেখিয়ে জনগণের কাছে ভোট চাইবে। আপনারা (বিএনপি) দেশের মানুষকে পুড়িয়ে মেরেছেন, ভোট চাইবেন কীভাবে?
‘বিনাযুদ্ধে শেখ হাসিনা ছিটমহলের মানুষদের ৬৮ বছরের বন্দিজীবনের মুক্তি দিয়েছেন। একইভাবে ভারতের সঙ্গে আলোচনা করে হাসিনাই তিস্তার পানির অধিকার আদায় করবেন।’
স্বাস্থ্যমন্ত্রী আরো বলেন, আগামী অর্থবছরে লালমনিরহাট সদর হাসপাতালকে ১০০ শয্যা থেকে ২৫০ শয্যায় উন্নীত করা হবে। সেইসঙ্গে সদর হাসপাতালসহ উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে জনবলসহ বিকল হওয়ায় যন্ত্রপাতি মেরামত করে জেলাবাসীর স্বাস্থ্যসেবা নিশ্চিত করা হবে।
জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি কৃষিবিদ শাহ আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেলনে আরো বক্তব্য দেন আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক সংসদ সদস্য পংকজ দেবনাথ, স্বেচ্ছাসেবক লীগের প্রতিষ্ঠাতা সভাপতি আ ফ ম বাহাউদ্দিন নাছিম, আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ চৌধুরী মিঠু, লালমনিরহাট জেলা আওয়ামী লীগের সভাপতি সংসদ সদস্য মোতাহার হোসেন, লালমনিরহাট-৩ আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার আবু সালেহ মো. সাঈদ দুলাল, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মতিয়ার রহমান, সহসভাপতি সিরাজুল ইসলাম প্রমুখ।
এর আগে সম্মেলনের শুরুতে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন এবং পায়রা উড়িয়ে সম্মেলনের উদ্বোধন করেন আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ কেন্দ্রীয় কমিটির সভাপতি অ্যাডভোকেট মোল্লা মো. আবু কাওছার।