টাঙ্গাইলে আট পৌরসভায় ৩৬ জন মেয়র প্রার্থী
পৌরসভা নির্বাচনে মনোনয়নপত্র জমা দেয়ার শেষ দিনে টাঙ্গাইলের আটটি পৌরসভায় মেয়র পদে মোট ৩৬ প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। এর মধ্যে আটজন আওয়ামীলীগের এবং আটজন বিএনপির প্রার্থী। এছাড়াও বিএনপির তিনজন বিদ্রোহী প্রার্থী ও আওয়ামী লীগের সাতজন বিদ্রোহী প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। এছাড়া সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে ১০৯ জন এবং সাধারন কাউন্সিলর পদে ৩৩৭ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দেন।
টাঙ্গাইল সদর
টাঙ্গাইল সদর মেয়র পদে মোট ছয়জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। এর মধ্যে বিএনপির একজন বিদ্রোহী প্রার্থী রয়েছে। মেয়র প্রার্থীরা হলেন, আওয়ামীলীগের প্রার্থী জামিলুর রহমান মিরন, বিএনপির মাহমুদুল হক সানু, জাতীয় পার্টির মোজাম্মেল হক, খেলাফত মজলিসের হাসানাত আল আমীন, ইসলামী আন্দোলনের আব্দুল কাদের এবং বিএনপির বিদ্রোহী প্রার্থী জাফর আহম্মেদ। এছাড়া সাধারন কাউন্সিলর পদে ৮২ জন ও সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে ৩৩ জন মনোনয়নপত্র জমা দিয়েছেন।
ধনবাড়ি পৌরসভা
ধনবাড়িতে মেয়র পদে মোট পাঁচজন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। এরা হলেন, আওয়ামী লীগের মঞ্জুরুল ইসলাম তপন, বিএনপির এস এম সোবাহান, জাতীয় পার্টির ফেরদৌস আহম্মেদ, স্বতন্ত্র জহিরুল হক ও সাইফুল ইসলাম। এছাড়াও সাধারণ কাউন্সিলর পদে ৩১ জন ও সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে ১০জন মনোনয়নপত্র জমা দিয়েছেন।
মধুপুর পৌরসভা
মধুপুরে মেয়র পদে তিনজন প্রার্থী তাদের মনোনয়নপত্র জমা দিয়েছেন। এরা হলেন- আওয়ামী লীগের খন্দকার মাসুদ পারভেজ, বিএনপির সরকার সহিদুল ইসলাম সহিদ ও ইসলামী আন্দোলনের (চরমোনাই) হারুন উর রশিদ। এছাড়াও সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে ১২জন এবং সাধারণ কাউন্সিলর পদে মোট ৪২জন মনোনয়নপত্র জমা দিয়েছেন।
সখিপুর পৌরসভা
সখিপুর পৌরসভায় মোট চারজন মেয়র পদে তাদের মনোনয়নপত্র জমা দিয়েছেন। এর মধ্যে দুইজন বিদ্রোহী প্রার্থী রয়েছেন। মনোনীত প্রার্থীরা হলেন, আওয়ামী লীগের আবু হানিফ আজাদ, বিএনপির মো. নাসের উদ্দিন, বিএনপির বিদ্রোহী প্রার্থী ছানোয়ার হোসেন সজিব ও আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী জাহাঙ্গীর তালুকদার। এছাড়াও সংরক্ষিত মহিলা প্রার্থী ১১জন ও সাধারণ কাউন্সিলর প্রার্থী ৩৪ জন মনোনয়নপত্র জমা দিয়েছেন।
কালিহাতী পৌরসভা
কালিহাতী পৌরসভায় মেয়র পদে চারজন মনোনয়নপত্র জমা দিয়েছেন। এর মধ্যে একজন বিদ্রোহী প্রার্থী রয়েছে। মেয়র প্রার্থীরা হলেন, বিএনপির আলী আকবর জব্বার, আওয়ামীলীগের আনসার আলী, আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী হুমায়ুন খালিদ ও স্বতন্ত্র প্রার্থী সহিদুল ইসলাম সহিদ। সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে ১৩জন ও সাধারণ কাউন্সিলর পদে ৩৪ জন মনোনয়নপত্র জমা দেন।
মির্জাপুর পৌরসভা
মির্জাপুর পৌরসভা নির্বাচনে মেয়র পদে দুইজন মনোনয়নপত্র জমা দিয়েছেন। এরা হলেন- আওয়ামী লীগের মনোনীত প্রার্থী উপজেলা আওয়ামী লীগের সাহাদৎ হোসেন সুমন এবং বিএনপির মনোনীত প্রার্থী হযরত আলী মিঞা। এছাড়া সাধারণ কাউন্সিলর পদে ৩৪ জন এবং তিনটি সংরক্ষিত নারী আসনে নয়জন কাউন্সিলর প্রার্থী মনোনয়ন পত্র জমা দিয়েছেন।
ভুয়াপর পৌরসভা
এ পৌরসভায় মেয়র পদে পাঁচজন মনোনয়নপত্র জমা দেন। এর মধ্যে তিনজন বিদ্রোহী প্রার্থী রয়েছেন। মনোনয়ন লাভ করা প্রার্থীদের মধ্যে আছেন, বিএনপির আব্দুল খালেক মন্ডল ও আওয়ামী লীগের মাসুদুল হক মাসুদ। এছাড়া বিএনপির বিদ্রোহী প্রার্থী জাহাঙ্গীর হোসেন, আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী তারেকুল ইসলাম চঞ্চল ও আজহারুল ইসলামও আছেন। আর সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে নয়জন ও সাধারন কাউন্সিলর পদে মোট ৩৮ জন মানোনয়নপত্র জমা দিয়েছেন।
গোপালপুর পৌরসভা
গোপালপুর পৌরসভায় মেয়র পদে মোট সাতজন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। এর মধ্যে তিনজন হচ্ছে বিদ্রোহী প্রার্থী। মেয়র প্রার্থীরা হলেন- বিএনপির খন্দকার জাহাঙ্গীর আলম রুবেল, আওয়ামী লীগের রকিবুল হক সানা, আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী বেলায়েত হোসেন, আশরাফুজ্জামান আজাদ ও এনামুল হক, জাসদ (ইনু) জুলহাস উদ্দিন ও ইসলামী আন্দোলনের আব্বাস আলী। এছাড়া সংরক্ষিত মহিলা পদে ১২ জন ও সাধারন কাউন্সিলর পদে মোট ৪২জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন।