নরসিংদীর ৩ পৌরসভায় মেয়র পদে ১৯ জন
আসন্ন পৌর নির্বাচনে নরসিংদীর তিনটি পৌরসভায় মেয়র পদে ১৯ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। কাউন্সিলর পদে ১২৭ জন ও সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে ৩৩ জন মনোনয়নপত্র জমা দিয়েছেন।
মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন গতকাল বৃহস্পতিবার বিকেল ৫টা পর্যন্ত সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তার কাছে প্রার্থীরা মনোনয়নপত্র জমা দেন।
এঁদের মধ্যে নরসিংদী পৌরসভায় মেয়র পদে আটজন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। তাঁরা হলেন আওয়ামী লীগের প্রার্থী ও বর্তমান মেয়র কামরুজ্জামান কামরুল, আওয়ামী লীগের বিদ্রোহী স্বতন্ত্র প্রার্থী এস এম কাইয়ুম, বিএনপির প্রার্থী সাইফুল ইসলাম সোহেল, জাতীয় পার্টির সাদেকুর রহমান সাদেক, ইসলামী ঐক্যজোটের প্রার্থী আমিনুল ইসলাম, ন্যাশনাল পিপলস পার্টির ফারজানা আক্তার, স্বতন্ত্র প্রার্থী জহিরুল ইসলাম ও সিদ্দিকুর রহমান মনোনয়নপত্র জমা দিয়েছেন।
পৌরসভার নয়টি ওয়ার্ডে কাউন্সিলর পদে ৪৭ জন প্রার্থী ও সংরক্ষিত তিনটি মহিলা কাউন্সিলর পদে ১১ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন।
মাধবদী পৌরসভায় মেয়র পদে চারজন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। তাঁরা হলেন, আওয়ামী লীগের প্রার্থী হাজি মোশাররফ হোসেন প্রধান মানিক, বিএনপির প্রার্থী ও বর্তমান মেয়র হাজি মো. ইলিয়াছ, ইসলামী শাসনতন্ত্র আন্দোলনের প্রার্থী মো. হারুন ও স্বতন্ত্র প্রার্থী আবদুল বাতেন শাহীন।
পৌরসভার ১২টি ওয়ার্ডের কাউন্সিলর পদে ৪৫ জন প্রার্থী ও সংরক্ষিত চারটি মহিলা কাউন্সিলর পদে ১০ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন।
মনোহরদী পৌরসভার মেয়র পদে সাতজন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। তাঁরা হলেন আওয়ামী লীগের প্রার্থী আমিনুর রশিদ সুজন, আওয়ামী লীগের বিদ্রোহী স্বতন্ত্র প্রার্থী শাহরিয়ার কবির, বিএনপির প্রার্থী মাহমুদুল হক, বিএনপির বিদ্রোহী স্বতন্ত্র প্রার্থী আবদুল খালেক মিয়া, জাতীয় পার্টির প্রার্থী নজরুল ইসলাম সরকার বাবুল, ইসলামী আন্দোলনের প্রার্থী আবদুল মান্নান ও স্বতন্ত্র প্রার্থী (জামায়াতে ইসলামী সমর্থিত) অধ্যাপক আমজাদ হোসেন।
পৌরসভার নয়টি ওয়ার্ডে কাউন্সিলর পদে ৩৫ জন প্রার্থী এবং সংরক্ষিত তিনটি মহিলা কাউন্সিলর পদে ১২ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন।