আওয়ামী লীগ ও বিএনপির প্রার্থীর মনোনয়নপত্র বাতিল
টাঙ্গাইলের ধনবাড়ী পৌরসভা নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগ ও বিএনপি উভয় দলের মনোনীত প্রার্থীর মনোনয়নপত্র বাতিল ঘোষণা করেছেন রিটার্নিং কর্মকর্তা।
আজ রোববার মনোনয়নপত্র বাছাইশেষে টাঙ্গাইলের আটটি পৌরসভায় সাতজন মেয়র পদপ্রার্থীর মনোনয়নপত্র বাতিল করা হয়েছে।
ধনবাড়ী পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী মঞ্জুরুল ইসলাম তপন ও বিএনপির প্রার্থী এস এম সোবাহানের মনোনয়নপত্র বাতিল করেছেন রিটার্নিং কর্মকর্তা। রিটার্নিং কর্মকর্তা শামীম আরা রিনি জানিয়েছেন, উভয় প্রার্থী কর শনাক্তকরণ নম্বর (টিআইএন) দেখাতে ব্যর্থ হয়েছেন। একই পৌরসভায় স্বতন্ত্র প্রার্থী সাইফুল ইসলামের মনোনয়নপত্র বাতিল ঘোষণা করা হয়েছে।
সখীপুর পৌরসভা নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী জাহাঙ্গীর তালুকদার, এনপিপির প্রার্থী ফারুক হোসেন, ভুয়াপুর পৌরসভায় আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী তারেকুল ইসলাম চঞ্চল, বিএনপির বিদ্রোহী প্রার্থী জাহাঙ্গীর হোসেনের মনোনয়নপত্র বাতিল ঘোষণা করা হয়েছে।
এ ছাড়া টাঙ্গাইলের আটটি পৌরসভায় সাধারণ কাউন্সিলর পদে ২১ জন এবং সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে আটজনের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তারা।