ঠাকুরগাঁওয়ে যুবককে হত্যার পর ঝুলিয়ে রাখার অভিযোগ
ঠাকুরগাঁও সদর উপজেলার রহিমানপুর পল্লী বিদ্যুৎ এলাকার খান হাস্কিং মিলের বারান্দার একটি কক্ষ থেকে এক যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।
নিহত আবুল কালাম আজাদ (২৭) রহিমানপুর উত্তরপাড়ার মৃত মফিজ উদ্দিনের ছেলে। আজাদকে হত্যার পর গলায় ফাঁস লাগিয়ে ঝুলিয়ে রাখা হয়েছে বলে অভিযোগ করেছে তাঁর পরিবার ও এলাকাবাসী।
এলাকাবাসী জানায়, আজ সোমবার সকালে আবুল কালাম আজাদের ঝুলন্ত লাশ দেখতে পেয়ে পুলিশে খবর দেওয়া হয়। বেলা ১১টার দিকে পুলিশ এসে লাশ উদ্ধার করে।
পরিবারের পক্ষ থেকে তাঁর বড় ভাই তসির উদ্দিন অভিযোগ করে বলেন, পরিকল্পিতভাবে আবুল কালাম আজাদকে হত্যা করা হয়েছে।
আবুল কালাম আজাদ চার বছর ধরে বাচ্চু মিয়ার খান হাস্কিং মিলের একটি কক্ষে অবস্থান করছিলেন। সেখানে তিনি কিছু শিক্ষার্থীকে প্রাইভেট পড়াতেন এবং স্থানীয় একটি সমবায় সমিতির সঞ্চয় ও ঋণ কার্যক্রম পরিচালনা করতেন।
এ ব্যাপারে ঠাকুরগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মশিউর রহমান বলেন, লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। প্রতিবেদন পেলেই বোঝা যাবে এটি হত্যা না আত্মহত্যা।