আ.লীগের প্রার্থীর বিরুদ্ধে স্বতন্ত্র মেয়র পদপ্রার্থীর ক্যাম্প দখলের অভিযোগ
নরসিংদী পৌরসভায় আওয়ামী লীগের মনোনীত মেয়র পদপ্রার্থীর বিরুদ্ধে স্বতন্ত্র মেয়র পদপ্রার্থীর ক্যাম্প দখলের অভিযোগ উঠেছে। নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করায় রিটার্নিং কর্মকর্তা ওই ক্যাম্পটি অবমুক্ত করেছেন। আজ শুক্রবার সকাল ৭টার দিকে সদর উপজেলা গেট এলাকায় এ ঘটনা ঘটে।
এই ব্যাপারে স্বতন্ত্র মেয়র পদপ্রার্থী এস এম কাইয়ুমের সমর্থক এমদাদুল হাকীম নরসিংদী পৌরসভা নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা ও অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সুরাইয়া বেগমের কাছে লিখিত অভিযোগ করেছেন। লিখিত অভিযোগে তিনি উল্লেখ করেছেন, সদর উপজেলা গেটের বিপরীত পাশে ভেলিন্ডা রেস্টুরেন্টের সঙ্গে স্বতন্ত্র প্রার্থী এস এম কাইয়ুমের একটি নির্বাচনী ক্যাম্প স্থাপন করা হয়। গতকাল বৃহস্পতিবার রাতে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী বর্তমান মেয়র কামরুজ্জামান কামরুলের লোকজন ক্যাম্পের কাপড় ছিঁড়ে ফেলে এবং অফিস ভাঙচুর করে ক্যাম্পের ওপর দুটি নৌকা প্রতীক টাঙিয়ে রাখে। আজ সকালে একই স্থানে কামরুজ্জামানের নির্বাচনী ক্যাম্প স্থাপনের কাজ করার সময় এর প্রতিবাদ করলে হাকীমকে ১ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাফজুল প্রকাশ্যে হাত-পা কেঁটে ফেলার হুমকি দেন।
নরসিংদী পৌরসভা নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা সুরাইয়া বেগম বলেন, নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করায় নির্বাহী ম্যাজিস্ট্রেট আরিফ জোহরার নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে নৌকা প্রতীক নামিয়ে ক্যাম্পটি অবমুক্ত করেছেন। এই ব্যাপারে অভিযুক্ত প্রার্থীকে লিখিতভাবে সতর্ক করা হয়েছে।
রিটার্নিং কর্মকর্তা আরো বলেন, ম্যাজিস্ট্রেটের কাছে উভয় পক্ষ এই ক্যাম্পকে নিজেদের বলে দাবি করেছেন। প্রয়োজনে পুলিশের সহযোগিতায় আসল ঘটনা উদঘাটনের চেষ্টা করা হবে। অন্যথায় ওই স্থান থেকে দুটি ক্যাম্পকেই সরিয়ে ফেলা হবে।