এবার লালমনিরহাটে যাজককে হত্যার হুমকি
এবার লালমনিরহাটে খ্রিস্টান ধর্মযাজক তপন কুমার বর্মণকে হত্যার হুমকি দেওয়া হয়েছে। গতকাল শনিবার রাতে এ বিষয়ে সদর থানায় সাধারণ ডায়েরি করা হয়েছে বলে জানিয়েছেন উপপরিদর্শক (এসআই ) আলমগীর হোসেন।
পুলিশ জানিয়েছে, গত বৃহস্পতিবার রাতে ডাকযোগে আসা হাতে লেখা একটি টিঠিতে এ হুমকি দেওয়া হয়। বিষয়টি নিয়ে এতদিন ভয়ে কাউকে বলেননি যাজক তপন কুমার বর্মণ।
চিঠির লেখক নিজেকে আইএসের বাংলাদেশ শাখার প্রধান উল্লেখ করে বলেছেন, ‘সিরিয়ার আইএসপ্রধান ওই ধর্মযাজকের মস্তকটি চেয়েছেন, তাই ২০ ডিসেম্বরের মধ্যে সেটি উপহার হিসেবে পাঠানো হবে।’
গতকাল রাতে সদর থানায় একটি জিডি করলেও সাংবাদিকদের সঙ্গে কোনো কথা না বলে চলে যান ধর্মযাজক।
চিঠিতে হুমকি দিয়ে আরো বলা হয়েছে, লালমনিরহাট জেলায় যারা খ্রিস্টান ধর্ম প্রচার করে, তাদেরও হত্যার নির্দেশ পাওয়া গেছে।
জেলায় খ্রিস্টান ধর্মাবলম্বীর ১৬টি মিশনারি, গির্জা ও প্রতিষ্ঠান রয়েছে। এগুলোতে ১৬ জন যাজকসহ এক হাজার ১১৭ জন খ্রিস্টান সম্প্রদায়ের লোক রয়েছে।
এর আগে পাবনার ঈশ্বরদী, রংপুরসহ বিভিন্ন জায়গায় যাজকদের ওপর হামলা চালায় জঙ্গিরা।