নরসিংদীতে ৪ হত্যা : ৪ আসামির যাবজ্জীবন
নরসিংদীর রায়পুরা উপজেলার মুছাপুর গ্রামের চার হত্যা মামলায় চার আসামিকে যাবজ্জীবন এবং সাতজনকে ১০ বছরের সশ্রম কারাদণ্ডাদেশ দিয়েছেন আদালত।
আজ সোমবার ঢাকার ৩ নম্বর দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক সাঈদ আহমেদ এ রায় ঘোষণা করেন।
যাবজ্জীবন দণ্ডাদেশ পাওয়া আসামিরা হলেন আল আমিন, শাহীন মিয়া, কালা মিয়া ওরফে কাচালা ডাকাত ও অলেখ চান। এর মধ্যে প্রথম তিনজন পলাতক রয়েছেন। রায়ে বিচারক তাঁদের যাবজ্জীবন কারাদণ্ডাদেশের পাশাপাশি ২০ হাজার টাকা জরিমানা এবং অনাদায়ে আরো এক বছর কারাদণ্ডের আদেশ দিয়েছেন।
অন্যদিকে ১০ বছরের কারাদণ্ডাদেশ পাওয়া সাতজন হলেন, মোবারক, জামাল ওরফে লেংড়া জামাল, আনোয়ার হোসেন আনার, মিষ্টু মিয়া ওরফে মোবারক আলী, তারেক মিয়া, জিল্লু মিয়া ও জামাল মিয়া।
রায়ে তাঁদের ১০ হাজার টাকা জরিমানা এবং অনাদায়ে আরো এক মাস কারাদণ্ড ভোগ করার কথা বলা হয়েছে।
মামলার নথি থেকে জানা যায়, ২০০৬ সালের ২৭ নভেম্বর পূর্বশত্রুতার জেরে ধারালো কিরিচ দিয়ে মাথায় আঘাত করে হত্যা করা হয় দুই বোন রুমানা ও রুনাকে। এ ছাড়া রুমানার ২১ দিন বয়সী ছেলে অর্নব এবং রুনার শিশু মেয়ে বর্ণকেও হত্যা করা হয়। দুর্বৃত্তদের অস্ত্রের আঘাতে গুরুতর আহত রুনার আরেক ছেলে মাথায় আঘাত পেয়ে মানসিক প্রতিবন্ধী হয়ে যায়।
এ ঘটনায় নিহত রুমানা ও রুনার বাবা শামসুদ্দিন মোল্লা বাদী হয়ে একই বছরের ২৮ নভেম্বর ১২ জনকে আসামি করে নরসিংদীর রায়পুর থানায় একটি হত্যা মামলা করেন। সাড়ে চার বছর তদন্ত শেষে ২০১১ সালের ৪ জুন পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) পরিদর্শক সুলতান মাহমুদ নরসিংদীর মুখ্য বিচারিক হাকিমের আদালতে অভিযোগপত্র দাখিল করেন।
গত বছরের ১৩ আগস্ট মামলাটিতে ১১ আসামির বিরুদ্ধে আদালত অভিযোগ গঠন করেন। রায়ের আগে মামলাটিতে ৬১ জন সাক্ষীর মধ্যে ২৯ জনের সাক্ষ্যগ্রহণ করা হয়েছে।