খাগড়াছড়িতে বৃদ্ধের গলাকাটা লাশ উদ্ধার
খাগড়াছড়ির গুইমারা উপজেলার সিন্দুকছড়ি এলাকায় চন্ডি কুমার ত্রিপুরা (৬৫) নামের এক বৃদ্ধের গলাকাটা লাশ উদ্ধার করেছে সেনাবাহিনী। গতকাল সোমবার রাতে সিন্দুকছড়ি ইউনিয়নের বড় মুড়াপাড়া এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, প্রতিদিনের মতো গতকাল সোমবার সকালে চাষাবাদের উদ্দেশ্যে পাহাড়ের ঢালে যান চন্ডি কুমার ত্রিপুরা। কাজ শেষে সন্ধ্যায় বাড়ি না ফেরায় স্বজনরা তাঁকে খোঁজাখুঁজি করেন। রাতে বড় মুড়াপাড়া এলাকায় রাস্তার পাশের পাহাড়ের নিচে তাঁর লাশ দেখে স্থানীয় লোকজন সেনাক্যাম্পে খবর দেয়। খবর পেয়ে তাৎক্ষণিকভাবে সিন্দুকছড়ি জোনের সেনা কর্মকর্তা মেজর মো. রাকিবুল হাসানের নেতৃত্বে সেনাসদস্যরা লাশটি উদ্ধার করেন। পরে লাশটি গুইমারা থানা পুলিশের কাছে হস্তান্তর করেন তাঁরা।
এ বিষয়ে জানতে চাইলে গুইমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোস্তাফিজুর রহমান জানান, কে বা কারা এ ঘটনা ঘটিয়েছে, তা নিশ্চিত হওয়া যায়নি। তবে ধারণা করা হচ্ছে, পূর্বশত্রুতার জের ধরে চন্ডি কুমারকে হত্যা করা হতে পারে।
ওসি আরো জানান, আজ মঙ্গলবার সকালে চন্ডি কুমারের লাশটি ময়নাতদন্তের জন্য খাগড়াছড়ি সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।