সংলাপের প্রয়োজন আছে বলে মনে করি না : অর্থমন্ত্রী
চলমান রাজনৈতিক পরিস্থিতি সমাধানে সংলাপের কোনো প্রয়োজন আছে বলে মনে করেন না অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।
আজ শুক্রবার দুপুরে ভোলার বাংলাবাজার এলাকায় স্বাধীনতা জাদুঘরের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠান শেষে সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত এ কথা বলেন।
অর্থমন্ত্রী বলেন, ‘কিসের বিষয়ে সংলাপ। নিরপেক্ষ নির্বাচনের জন্য সংলাপ? নিরপেক্ষ নির্বাচনের যে সংস্কার (রিফর্মস), আমরা প্রায় ১০ বছর যুদ্ধ করেছি সেটার জন্য। সেটা হয়ে গেছে ইতিমধ্যেই। দেখতে হবে, কীভাবে এটার প্র্যাকটিস চলছে। প্র্যাকটিসও যথাযথভাবে ২০১৩ সালে হয়েছে, ২০১৪ সালে হয়েছে। তারপরেও সংলাপের কোনো প্রয়োজন আছে বলে আমি মনে করি না।’
বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার ব্যাপারে প্রশ্ন করলে আবুল মাল আবদুল মুহিত বলেন, ‘তিনি ওয়ারেন্টভুক্ত আসামি। কোর্ট তাঁর ভাগ্য নির্ধারণ করবে।’
জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. আব্দুল মমিন টুলুর সভাপতিত্বে অনুষ্ঠানে বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ, জাতীয় পার্টির মহাসচিব ও সংসদ সদস্য জিয়া উদ্দিন বাবলু, সংসদ সদস্য আব্দুল লতিফসহ আওয়ামী লীগের জেলা, উপজেলা পর্যায়ের নেতারা বক্তব্য রাখেন।