সব লাইন কাটা হবে : হাছান
অবরোধ প্রত্যাহার করা না হলে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার গুলশান কার্যালয়ের বিদ্যুৎ-পানি-গ্যাসসহ সব ধরনের সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হবে বলে জানিয়েছেন আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. হাছান মাহমুদ। সাবেক এই মন্ত্রী বলেন, এসএসসি পরীক্ষার আগে অবরোধ প্রত্যাহার না হলে গুলশানের ওই বাড়ির পানি, গ্যাসসহ সব কিছুর সংযোগ বিচ্ছিন্ন করা হবে। অবরোধ-হরতালের নামে সহিংসতার মাধ্যমে মানুষ হত্যার দায়ে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে অবিলম্বে গ্রেপ্তারের দাবিও জানান তিনি।
শনিবার জাতীয় প্রেসক্লাবের সামনে এক মানববন্ধন কর্মসূচিতে হাছান মাহমুদ এ কথা বলেন। ‘অবৈধ হরতাল ও মানুষ হত্যার প্রতিবাদে’ এই মানববন্ধনের আয়োজন করে বাংলাদেশ আওয়ামী হকার্স লীগ।
হাছান মাহমুদ বলেন, অবরোধ-হরতালের নামে সহিংসতার মাধ্যমে মানুষ হত্যার জন্য খালেদা জিয়াকে গ্রেপ্তার করতে হবে। অবিলম্বে তাঁকে গ্রেপ্তার করে উপযুক্ত শাস্তির ব্যবস্থা নেওয়া হোক, কেননা এটা এখন সময়ের গণদাবিতে পরিণত হয়েছে।
হাছান মাহমুদ আরো বলেন, ‘খালেদা জিয়ার কাছে পুত্র বড় কথা নয় বরং মানুষ হত্যা করে ক্ষমতায় যাওয়াই বড় কথা। পুত্রের মৃত্যুর পরও তিনি মানুষ হত্যা অব্যাহত রেখেছেন। অবিলম্বে তাঁর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করার জন্য সরকারের কাছে অনুরোধ করছি।’ এ সময়ে তিনি এসএসসি পরীক্ষার্থীদের নির্বিঘ্নে পরীক্ষা দেওয়ার স্বার্থে ও জনগণকে অবরোধের নামে নৈরাজ্য থেকে মুক্তি দিতে বিএনপির প্রতি আহ্বানও জানান।
বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীকে গ্রেপ্তারে সন্তোষ প্রকাশ করে হাছান মাহমুদ বলেন, এর বাইরেও যারা রাজনীতির নামে সাধারণ মানুষ হত্যার নির্দেশ দিয়ে যাচ্ছে তাদেরও গ্রেপ্তার করা হোক।
শনিবার ভোররাতে ঢাকার একটি বাড়ি থেকে রিজভীকে গ্রেপ্তার করেছে র্যাব, যিনি অজ্ঞাত স্থান থেকে নিয়মিত বিবৃতি দিয়ে হরতাল-অবরোধের ঘোষণা দিয়ে আসছিলেন।
সংগঠনের সভাপতি জাকারিয়া হানিফের সভাপতিত্বে মানববন্ধনে সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী অ্যাডভোকেট শামছুল হক টুকু, সংগঠনের সহসভাপতি সিরাজুল ইসলাম প্রমুখ বক্তব্য দেন।