খাগড়াছড়িতে রামকৃষ্ণ সেবাশ্রমের বার্ষিক উৎসব উদযাপন
খাগড়াছড়িতে রামকৃষ্ণ সেবাশ্রমের বার্ষিক উৎসব উপলক্ষে ধর্মীয় আলোচনা সভা ও শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। আজ শুক্রবার বেলা সাড়ে ১১টায় খাগড়াছড়ি কৃষি গবেষণা এলাকায় এই অনুষ্ঠান হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি আসনের সংসদ সদস্য কুজেন্দ্র লাল ত্রিপুরা। বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম সরকারি কলেজের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ গুরুপদ পালিত, চট্টগ্রাম মহিলা কলেজের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ অধ্যাপক ড. রীতা দত্ত, সংসদ সদস্যের সহধর্মিণী মল্লিকা ত্রিপুরা, উপজেলা পরিষদের চেয়ারম্যান চঞ্চু মনি চাকমা প্রমুখ।
ধর্মীয় আলোচনা সভায় প্রধান ধর্মীয় আলোচক হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম রামকৃষ্ণ সেবাশ্রমের প্রধান ধর্মীয় পুরোহিত অধ্যক্ষ শ্রী স্বামী শক্তিনাথানন্দজী মহারাজ। এ ছাড়া এলাকার সাধারণ ভক্তরা উপস্থিত ছিলেন।