খাগড়াছড়িতে স্বপ্নসিঁড়ি মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত
খাগড়াছড়ি সদর উপজেলার তৃতীয় থেকে সপ্তম শ্রেণির ছাত্র-ছাত্রীদের জন্য চালু হওয়া স্বপ্নসিঁড়ি মেধাবৃত্তি পরীক্ষায় এ বছর ৮৭১ জন ছাত্রছাত্রী অংশ নেয়।
খাগড়াছড়ি সরকারি উচ্চ বিদ্যালয়ে আজ শুক্রবার সকাল সাড়ে ১০টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত স্বপ্নসিঁড়ি মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়।
জেলা শহরের স্বপ্নসিঁড়ি নামক একটি সামাজিক সংগঠন এ নিয়ে পরপর দুই বছর এই বৃত্তি পরীক্ষা নিয়েছে।
চলতি বছরে এই স্বপ্নসিঁড়ি বৃত্তি পরীক্ষায় সর্বোচ্চ ২৭৮ জন ছাত্র-ছাত্রী অংশ নেয় তৃতীয় শ্রেণি থেকে। আর সর্বনিম্ন ৬৬ জন ছাত্র-ছাত্রী অংশ নেয় সপ্তম শ্রেণি থেকে। এ ছাড়া ২৭৬ জন চতুর্থ শ্রেণি, ১৭১ জন পঞ্চম শ্রেণি এবং ৮০ জন অংশ নিয়েছে ষষ্ঠ শ্রেণি থেকে।
স্বপ্নসিঁড়ি সংগঠনের নির্বাহী সদস্য প্রভাত তালুকদার বলেন, বার্ষিক পরীক্ষা শেষে শুধু পঞ্চম শ্রেণির ৩০ শতাংশ ছাত্রছাত্রী সরকারিভাবে চালু হওয়া বৃত্তি পরীক্ষার সুযোগ পায়। অন্য ছাত্র-ছাত্রীরা বইয়ের মধ্যে থাকতে চায় না। মূলত ছাত্র-ছাত্রীদের বইয়ের মধ্যে রাখার জন্য তাঁদের সংগঠন স্বপ্নসিঁড়ি মেধাবৃত্তির প্রক্রিয়া চালু করেছে এবং এ ধারা ভবিষ্যতেও চালু থাকবে।