‘আরো খারাপ পরিস্থিতির জন্য খালেদা জিয়া প্রস্তুত’
বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার গুলশান কার্যালয়ের বিদ্যুৎ, ডিশ ও ব্রডব্যান্ড ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন করার পর ফোনের নেটওয়ার্কও বন্ধ করা হয়েছে। বিএনপির নেতারা বলছেন, তাদের নেত্রী আরো খারাপ পরিস্থিতির জন্য প্রস্তুত আছেন।
বিএনপির গণমাধ্যম শাখার কর্মকর্তা শামসুদ্দিন দিদার এনটিভিকে বলেন, ‘বর্তমান সরকারের পক্ষে এ ধরনের পরিস্থিতি সৃষ্টি করা অস্বাভাবিক ঘটনা না। সরকার যেকোনো সময় যেকোনো পরিস্থিতি সৃষ্টি করতে পারে। এটা মাথায় রেখেই চেয়ারপারসন এ কার্যালয়ে অবস্থান করছেন। সামনে যদি আরো খারাপ পরিস্থিতি আসে, তার জন্যও তিনি প্রস্তুত আছেন বলে আমাদের জানিয়েছেন।’
বিএনপির চেয়ারপার্সনের কার্যালয় সূত্র জানিয়েছে, কার্যালয়ের ভেতরে এখন (রাত ৯টা) আছেন আরাফাত রহমান কোকোর স্ত্রী শর্মিলা রহমান, তাঁদের দুই মেয়ে, বিএনপির ভাইস চেয়ারম্যান সেলিমা রহমান, মহিলা দলের সাধারণ সম্পাদক শিরিন সুলতানা, বিএনপি চেয়ারপারসনের বিশেষ সহকারী শামসুর রহমান শিমুল বিশ্বাস, প্রেস সচিব মারুফ কামাল খান, প্রেস উইংয়ের সদস্য শায়রুল কবির খানসহ বেশ কয়েকজন নেতা। এর বাইরে সেখানে খালেদা জিয়ার ব্যক্তিগত নিরাপত্তা দলের সদস্য ও কার্যালয়ের কর্মচারীরা রয়েছেন।
এ বিষয়ে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের বক্তব্যের জন্য তাঁর মোবাইল ফোনে যোগাযোগ করা হলে কেউ ফোন ধরেননি। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ড. মোজাম্মেল হক খানের মোবাইল ফোনে যোগাযোগ করা হলেও তা বন্ধ পাওয়া যায়।
তবে আজই এক অনুষ্ঠানে এ বিষয়ে সাংবাদিকরা স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর মন্তব্য জানতে চাইলে তিনি বলেন, ‘এই বিষয় নিয়ে আমার কোনো মন্তব্য নেই। আমি শুধু এইটুক বলতে চাই, বিদ্যুতের কানেকশনটা ডেসকো দেয়, বিদ্যুৎ বিভাগ দেয়। নিশ্চয়ই তাদের কাছে কোনো কারণ আছে। আমার কিছু এখানে বলার নেই।’
শুক্রবার গভীর রাতে বিদ্যুৎ লাইন বিচ্ছিন্ন করার পর আজ সকালে ইন্টারনেট ও টিভি চ্যানেলের ক্যাবল লাইন বিচ্ছিন্ন করে দেওয়া হয়। দুপুরে গুলশান কার্যালয়ের মোবাইল ফোনের নেটওয়ার্কও বিচ্ছিন্ন করা হয়। কার্যালয় ও আশপাশে গ্রামীণ ফোন, রবি ও বাংলালিংকের সংযোগ পাওয়া যাচ্ছে না। অন্য অপারেটরের সংযোগও ঠিকমতো কাজ করছে না। খালেদা জিয়ার কার্যালয় ও আশপাশের ২০০ মিটারের মধ্যে মোবাইল ফোন নেটওয়ার্ক বন্ধ করা হয়ছে বলে নিশ্চিত করেছে মোবাইল ফোন অপারেটর প্রতিষ্ঠানগুলো।
বিএনপি চেয়ারপারসনের গুলশানের কার্যালয়ে বিদ্যুৎ লাইনের সংযোগ বিচ্ছিন্ন করার ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন সাবেক রাষ্ট্রপতি ও বিকল্প ধারা বাংলাদেশের সভাপতি এ কিউ এম বদরুদ্দোজা চৌধুরী। আজ শনিবার জাতীয় প্রেসক্লাবে এক আলোচনা সভায় তিনি বলেন, সরকার একটি জঘন্যতম কাজ করেছে। এটা আমাদের রাজনৈতিক কলঙ্ক। পৃথিবীর কোনো দেশে এমন উদাহরণ নেই।’