বঙ্গবন্ধুর পরিবারকে নিশ্চিহ্ন করতেই সহিংসতা : ওবায়দুল কাদের
সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বিএনপি নেতৃত্বাধীন ২০-দলীয় জোট বোমাবাজি করে সরকার পতনের আন্দোলন করছে। কিন্তু এর মূল লক্ষ্য হচ্ছে বঙ্গবন্ধুর পরিবারকে নিশ্চিহ্ন করা।
আজ শনিবার দুপুর দেড়টার দিকে মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলার তিন দোকান এলাকায় ঢাকা-দোহার সড়ক সংস্কারকাজ পরিদর্শনে এসে মন্ত্রী সাংবাদিকদের এ কথা বলেন।
সড়ক পরিবহনমন্ত্রী ঢাকার দোহার থেকে শ্রীনগর উপজেলা পর্যন্ত ৭২ কিলোমিটার সড়কের সংস্কারকাজ ঘুরেফিরে দেখেন। মন্ত্রীর সঙ্গে সড়ক ও জনপথ অধিদপ্তর এবং নিজ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ওবায়দুল কাদের বলেন, ‘বিএনপি আজ যা করছে, তাদের কিন্তু লক্ষ্যটা সরকার পতন। বোমাবাজি করে সরকার পতনের টার্গেট পৃথিবীতে কেউ কোনো দিন অর্জন করতে পারেনি। এটা এখানেও সম্ভব না। আজকে আমার কাছে যেটা মনে হচ্ছে, আজকে ঐতিহাসিক ৭ মার্চ। এটার মূল টার্গেটটা হচ্ছে বঙ্গবন্ধুর পরিবারকে নিশ্চিহ্ন করে ইতিহাস দখলে নীলনকশা বাস্তবায়নের পাঁয়তারা চলছে বাংলাদেশে আজ।’
বিএনপির সঙ্গে সংলাপ করার উদ্যোগ নেওয়া হবে কিনা জানতে চাইলে মন্ত্রী বলেন, ‘সহিংসতার বাতাবরণে, যেখানে সহিংসতা চলছে সেখানে সমঝোতার সুযোগ সংকুচিত হচ্ছে।’
আদালত পরোয়ানা জারি করা সত্ত্বেও বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে গ্রেপ্তার না করার কারণ জানতে চাইলে ওবায়দুল কাদের বলেন, ‘এটা কী ধরনের গ্রেপ্তারি পরোয়ানা তা আমার জানা নেই। এটা সম্পূর্ণ আদালতের বিষয়। একটা গ্রেপ্তারি পরোয়ানা আছে রুটিন গ্রেপ্তারি পরোয়ানা। রুটিন গ্রেপ্তারি পরোয়ানা হলে সঙ্গে সঙ্গে গ্রেপ্তার হওয়া বাধ্যতামূলক।’