নরসিংদীতে প্রার্থীদের নিয়ে মতবিনিময় সভা
নরসিংদীতে তিন পৌরসভার মেয়র, কাউন্সিলর ও সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদপ্রার্থীদের মতবিনিময় সভা হয়েছে। আজ দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ে জেলা প্রশাসন ও নির্বাচন কার্যালয়ের আয়োজনে এই সভা অনুষ্ঠিত হয়।
জেলা প্রশাসক আবু হেনা মোরশেদ জামানের সভাপতিত্বে সভায় নরসিংদী, মাধবদী ও মনোহরদী পৌরসভার ১৫ জন মেয়র পদপ্রার্থী, সব সাধারণ কাউন্সিলর ও সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদপ্রার্থী মতবিনিময় করেন।
এ সময় পুলিশ সুপার আমেনা বেগম, রিটার্নিং কর্মকর্তা সুরাইয়া বেগম, জেলা নির্বাচন কর্মকর্তা রফিকুল ইসলাম, উপজেলা নির্বাচন কর্মকর্তা নজরুল ইসলাম উপস্থিত ছিলেন।