মনোহরদীতে বিএনপি মেয়র প্রার্থীর সংবাদ সম্মেলন, হুমকি-হামলার অভিযোগ
নরসিংদীতে আসন্ন পৌরসভা নির্বাচনকে কেন্দ্র করে আওয়ামী লীগের প্রার্থীর বিরুদ্ধে বহিরাগত সন্ত্রাসী দ্বারা বিএনপি কর্মী-সমর্থকদের ওপর হামলা, মিথ্যা মামলা, হুমকি, গণসংযোগকালে কর্মীদের অপহরণ ও বাড়িঘর ভাংচুরের অভিযোগ করেছেন মনোহরদী পৌরসভা নির্বাচনে অংশগ্রহণকারী বিএনপি প্রার্থী মাহমুদুল হক।
এ সময় পুলিশের প্রতিও তিনি পক্ষপাতিত্বের অভিযোগ আনেন। সরকারদলীয় প্রার্থীরা পুলিশকে দিয়ে নেতাকর্মীদের হয়রানির অভিযোগ তুলেছেন বিএনপি মেয়র প্রার্থী মাহমুদুল হক।
আজ বিকেলে শহরের উপজেলা মোড়ে অবস্থিত ভেলিন্ডা রেস্টুরেন্ট সেমিনার কক্ষে এক সংবাদ সম্মেলনে তিনি এসব অভিযোগ করেন।
লিখিত বক্তব্যে অভিযোগ করে তিনি বলেন, জনপ্রিয়তায় ভীত হয়ে সরকারদলীয় প্রার্থী আমিনুর রশিদ সুজনের সমর্থক এবং বহিরাগত সন্ত্রাসীদের দিয়ে বিএনপির কর্মীদের মারধরের ভয়ভীতি প্রদর্শন, অপহরণ ও নারীদের লাঞ্ছনা করে ত্রাসের রাজত্ব কায়েম করছে।
তিনি স্থানীয় সংসদ সদস্য সম্পর্কে বলেন, ‘নির্বাচনী আাচরণবিধি ভঙ্গ করে পৌর এলাকার হিন্দু এলাকাসহ বিভিন্ন ওয়ার্ডে রাতে নির্বাচনী প্রচারণা চালাচ্ছে। এবং আমার নয়টি অভিযোগের পরিপ্রেক্ষিতে কোনো ব্যবস্থা গ্রহণ করেননি রিটার্নিং কর্মকর্তা।’
বিএনপি প্রার্থী মাহমুদুল হক বলেন, ‘এসব ঘটনার কারণে এলাকায় আমার দলীয় সমর্থকদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। এভাবে আচরণবিধি লঙ্ঘনের মহোৎসব, সন্ত্রাসী কর্মকাণ্ড অব্যাহত থাকলে পৌর নির্বাচন অবাধ, নিরপেক্ষ ও সুষ্ঠু হবে না বলে আমার আশঙ্কা। একতরফা প্রহসনের নির্বাচন যেন না হয়, সে বিষয়ে নির্বাচন কমিশনসহ সংশ্লিষ্ট প্রশাসন কার্যকর ব্যবস্থা গ্রহণ করবে। আমি আপনাদের মাধ্যমে এই দাবি জানাচ্ছি।’