মাধবদীতে রিটার্নিং কর্মকর্তার প্রত্যাহার দাবি আ.লীগের
নির্বাচন বাতিল হওয়া নরসিংদীর মাধবদী পৌরসভার শুধু স্থগিত কেন্দ্রগুলোর নির্বাচন চায় আওয়ামী লীগ। সেই সঙ্গে তারা ওই পৌর নির্বাচনের রিটার্নিং কর্মকর্তার প্রত্যাহারের দাবি জানিয়েছে।
আজ শুক্রবার দুপুরে মাধবদী বাজারের সোনালী টাওয়ারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে আওয়ামী লীগ মনোনীত মেয়র ও সমর্থিত কাউন্সিলর প্রার্থীরা এই দাবি জানান।
লিখিত বক্তব্যে আওয়ামী লীগের মেয়র পদপ্রার্থী মোশাররফ হোসেন প্রধান মানিক বলেন, বিএনপির প্রার্থী হাজি মো. ইলিয়াছ যখন দেখছিলেন, প্রতিটি কেন্দ্রে নৌকা মার্কার প্রার্থী বিপুল ভোটে এগিয়ে যাচ্ছেন এবং ধানের শীষ প্রতীকের পরাজয় নিশ্চিত ঠিক সেই মুহূর্তে তিনি তাঁর প্রভাবিত কেন্দ্রগুলোতে ব্যাপক বোমাবাজি ও ককটেল বিস্ফোরণ ঘটিয়ে কেন্দ্রগুলোতে গোলযোগের সৃষ্টি করে ব্যালট বাক্স ছিনিয়ে নেন। একই সঙ্গে নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা ও জেলা নির্বাচন কর্মকর্তা রফিকুল ইসলামের মাধ্যমে একে একে ছয় কেন্দ্রে ভোটগ্রহণ স্থগিত ঘোষণা করানো হয়।
আওয়ামী লীগের মেয়র পদপ্রার্থী বলেন, ছয়টি কেন্দ্রে বিকেল ৪টা পর্যন্ত সুষ্ঠুভাবে ভোটগ্রহণ হয়েছে। ভোট গণনাও শেষ পর্যায়ে ছিল। সেই কেন্দ্রগুলোর ভোটগ্রহণ বৈধ ঘোষণার করে ফলাফল ঘোষণার দাবি জানান তিনি।
মেয়র পদপ্রার্থী অভিযোগ করে বলেন, রিটার্নিং কর্মকর্তা ও জেলা নির্বাচন কর্মকর্তা রফিকুল ইসলামের গ্রামের বাড়ি যুদ্ধাপরাধী দেলাওয়ার হোসাইন সাঈদীর এলাকা পিরোজপুরে। তিনি বিএনপি-জামায়াত জোট সরকারের আমলে ২০০৪ সালে নিয়োগপ্রাপ্ত। নৌকার বিজয় নিশ্চিত জেনে তিনি পুরো নির্বাচনটি বাতিল করার ব্যাপারে নির্বাচন কমিশনে ভুলবার্তা পাঠিয়েছেন। তাঁকে অবিলম্বে প্রত্যাহার ও নতুন রিটার্নিং কর্মকর্তার মাধ্যমে স্থগিত কেন্দ্রের নির্বাচন সম্পন্ন করতে হবে।
এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সহসভাপতি ইঞ্জিনিয়ার শওকত হোসেন, সাংগঠনিক সম্পাদক আনোয়ার হোসেন, প্রচার সম্পাদক আলী হোসেন শিশির, মাধবদী শহর আওয়ামী লীগের সভাপতি সালাউদ্দিন আহমেদ প্রমুখ।