বিশ্ব ইজতেমায় দুদিনে ৫ মুসল্লির মৃত্যু
বিশ্ব ইজতেমার ময়দানে আরো দুই মুসল্লি ইন্তেকাল করেছেন। তাঁরা হলেন সিলেট সদর উপজেলার টোকেরবাজার এলাকার মো. আলাউদ্দিন (৬৫) ও নোয়াখালীর কবিরহাট উপজেলার সুন্দর গ্রামের আবুল কালাম আজাদ (৬০)। এই নিয়ে গত দুদিনে ইজতেমার ময়দানে পাঁচ মুসল্লির মৃত্যু হলো।
ইজতেমার লাশের জিম্মাদার আদম আলী জানান, শনিবার ভোরে মো. আলাউদ্দিন হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তিনি ইজতেমা ময়দানেই ইন্তেকাল করেন। এর আগে রাত ১টার দিক মারা যান আবুল কালাম আজাদ (৬০)। বার্ধক্যজনিত কারণে তাঁদের মৃত্যু হতে পারে বলে জানান তিনি। দুজনের মরদেহ জানাজা শেষে গ্রামের বাড়িতে পাঠিয়ে দেওয়া হয়েছে।
এর আগে ইজতেমার প্রথম দিন শুক্রবার মারা যান তিন মুসল্লি। তাঁরা হলেন সিলেটের গোলাপগঞ্জ উপজেলার রনকালি এলাকার জয়নাল আবেদীন (৫৫), কুড়িগ্রামের উলিপুর উপজেলার চকলাপাড় গ্রামের নূরুল ইসলাম (৭২) ও নাটোরের সিংড়া উপজেলার বটিয়া গ্রামের ফরিদ উদ্দিন (৬৫)।
টঙ্গী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ তালুকদার এনটিভি অনলাইনকে জানান, শুক্রবার দিবাগত রাত ১টার দিকে সিলেটের জয়নাল আবেদিন (৫৫) হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান। রাত পৌনে ৯টার দিকে কুড়িগ্রামের নূরুল ইসলাম (৭২) ও সন্ধ্যায় নাটোরের ফরিদ উদ্দন (৭২) মারা যান। বার্ধক্যজনিত কারণে এ দুজনের মৃত্যু হয়েছে। বাদ ফজর মৃত ব্যক্তিদের জানাজা শেষে লাশ নিজ নিজ এলাকায় পাঠিয়ে দেওয়া হয়।