শাহরাস্তি ও চরফ্যাশন পৌরসভায় ভোট ১৫ ফেব্রুয়ারি
চাঁদপুর জেলার শাহরাস্তি ও ভোলার চরফ্যাশন পৌরসভায় আগামী ১৫ ফেব্রুয়ারি ভোটগ্রহণের দিন নির্ধারণ করেছে নির্বাচন কমিশন (ইসি)। আজ বৃহস্পতিবার নির্বাচন কমিশনার মো. শাহ নেওয়াজ এ তথ্য জানিয়েছেন।
শাহ নেওয়াজ জানান, পৌরসভা দুটির রিটার্নিং কর্মকর্তার কাছে মনোনয়নপত্র দাখিলের শেষ দিন ২০ জানুয়ারি, মনোনয়নপত্র যাচাই-বাছাই ২১ জানুয়ারি এবং মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন ২৯ জানুয়ারি নির্ধারণ করা হয়েছে।
গত ৩০ ডিসেম্বর প্রথম দফায় ব্যাপক অনিয়ম ও সহিংসতায় মধ্য দিয়ে দেশের ২৩৪ পৌরসভায় ভোটগ্রহণ হয়। নির্বাচন কমিশনে নিবন্ধিত ৪০টি রাজনৈতিক দলের মধ্যে ২০টি দল এবারের পৌর নির্বাচনে অংশ নেয়। এতে আওয়ামী লীগের ২৩৪, বিএনপি ২২৩ ও জাতীয় পার্টি ৭৪ প্রার্থীসহ ৯৪৫ জন মেয়র পদপ্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। সংরক্ষিত কাউন্সিলর ও সাধারণ কাউন্সিলর পদে প্রায় সাড়ে ১১ হাজার প্রার্থী নির্বাচনে অংশগ্রহণ করেন।