বাড়াবাড়ি করলে প্রার্থিতা বাতিল : শাহ নেওয়াজ
সিটি করপোরেশন নির্বাচনে অংশ নেওয়া প্রার্থীদের উদ্দেশে নির্বাচন কমিশনার মো. শাহ নেওয়াজ বলেছেন, কেউ আচরণবিধি ভঙ্গ করলে তাঁর বিরুদ্ধে আর্থিক জরিমানা হতে পারে, কারাদণ্ড হতে পারে; বেশি বাড়াবাড়ি করলে প্রার্থিতা বাতিল হতে পারে। আজ বৃহস্পতিবার দুপুর রাজধানীর আগারগাঁওয়ে নিজ কার্যালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব বলেন।
প্রার্থীদের কারো বিরুদ্ধে চরম পদক্ষেপ নেওয়া হয়েছে কি না—জানতে চাইলে নির্বাচন কমিশনার বলেন, ‘এখনো চরম ব্যবস্থা নেওয়ার মতো কাজ করেছে বলে আমাদের কাছে অভিযোগ আসেনি। আমাদের কর্মকর্তারা এরই মধ্যে আচরণবিধি ভঙ্গের কারণে বিভিন্ন প্রার্থীকে প্রায় তিন লাখ টাকা জরিমানা করেছেন।’
সবার জন্য সমান সুযোগের ব্যাপারে শাহ নেওয়াজ বলেন, ‘লেভেল প্লেয়িং ফিল্ড আছে বলেই আমরা নির্বাচন দিয়েছি। লেভেল প্লেয়িং ফিল্ড নেই, এ বিষয়টি আমাদের অস্পষ্ট। আমরা আগেও বলেছি, কারো কোনো অভিযোগ থাকলে মৌখিকভাবে করলে হবে না, তা লিখিতভাবে রিটার্নিং কর্মকর্তার কাছে পাঠাতে হবে। তিনি সব ব্যবস্থা নেবেন।’
নির্বাচন কমিশন ঘোষিত তফসিল অনুযায়ী আগামী ২৮ এপ্রিল ঢাকা উত্তর, দক্ষিণ ও চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনের ভোট গ্রহণ করা হবে। নির্বাচন উপলক্ষে মেয়র ও কাউন্সিলর প্রার্থীরা ব্যস্ত সময় পার করছেন।