বাবলুকে সরিয়ে দিলেন এরশাদ
জিয়াউদ্দিন বাবলুকে জাতীয় পার্টির মহাসচিব পদ থেকে অব্যাহতি দিয়েছেন দলের চেয়ারম্যান এইচ এম এরশাদ। একই সঙ্গে তিনি এ বি এম রুহুল আমিন হাওলাদারকে পুনরায় দলের মহাসচিবের দায়িত্ব দিয়েছেন।urgentPhoto
আজ মঙ্গলবার দুপুর ২টার দিকে রাজধানীর বনানীতে এক সংবাদ সম্মেলনে এরশাদ এ ঘোষণা দেন।
এ সময় সাবেক রাষ্ট্রপতি বলেন, ‘আমি জিয়াউদ্দিন বাবলুকে দলের মহাসচিব হিসেবে দায়িত্ব দিয়েছিলাম। কিন্তু দায়িত্ব পালনের সময় তিনি দলের একটি বর্ধিত সভাও করতে পারেননি। দলের কোনো সভা করতে পারেননি। এই বয়সেও বিভিন্ন স্থানে দলের সম্মেলনে আমাকে যেতে হয়েছে। উপরন্তু তিনি আমার নির্দেশ অমান্য করেছেন। তাই আমি আমার ক্ষমতাবলে দলীয় শৃঙ্খলা ভঙ্গের জন্য আজ থেকে জিয়াউদ্দিন বাবলুকে দলের মহাসচিবের পদ থেকে অব্যাহতি দিচ্ছি।’
এরপরই মহাসচিব হিসেবে পুনরায় এ বি এম রুহুল আমিন হাওলাদারকে দায়িত্ব দেন জাতীয় পার্টির চেয়ারম্যান। তিনি বলেন, ‘এর আগে দলের তিনবার সম্মেলন অনুষ্ঠানের দায়িত্ব পালন করেছেন রুহুল আমিন হাওলাদার। তাই এবারও তাঁকে মহাসচিবের দায়িত্ব দিচ্ছি। আজ থেকে তিনি আমার দলের মহাসচিবের দায়িত্ব পালন করবেন।’
এর আগে উদ্ভূত পরিস্থিতিতে জাতীয় পার্টির চেয়ারম্যান এইচ এম এরশাদ জরুরি সংবাদ সম্মেলন ডাকেন। পাঁচদিনের নির্ধারিত সফরে রংপুরে গেলেও সে সফর সংক্ষিপ্ত করেই দুপুরেই ঢাকায় ফেরেন জাতীয় পার্টির চেয়ারম্যান।
অপরদিকে জাতীয় পার্টির সংসদ সদস্যদের নিয়ে বৈঠক ডেকেছেন বিরোধীদলীয় নেতা রওশন এরশাদ। আজ জাতীয় সংসদ ভবনে বিকেল ৩টায় এ বৈঠক হওয়ার কথা রয়েছে।