নেত্রকোনায় অজ্ঞাত রোগটি ‘জলবসন্ত’, আক্রান্ত আরো
নেত্রকোনার কলমাকান্দা উপজেলার কৈলাটী ইউনিয়নের জামশেন গ্রামে ছড়িয়ে পড়া অজ্ঞাত রোগটির নাম ‘চিকেন পক্স’ বা ‘জল বসন্ত’। গত এক মাসে এ রোগে আক্রান্ত হয়ে ওই গ্রামের পাঁচজন মারা যায়। বর্তমানে আশপাশের আরো ১০টি গ্রামের ৭৪ জন এ রোগে আক্রান্ত হয়েছে।
নেত্রকোনা জেলার সিভিল সার্জন বিজন কান্তি সরকার আজ বৃহস্পতিবার এ তথ্য দিয়েছেন। তিনি জানিয়েছেন, সরকারের রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান (আইইডিসিআর) ও আন্তর্জাতিক উদরাময় গবেষণা কেন্দ্র, বাংলাদেশের (আইসিডিডিআরবি) সমন্বয়ে গঠিত পাঁচ সদস্যের বিশেষজ্ঞ দল পরীক্ষা-নিরীক্ষার পর জানিয়েছে রোগটি ‘জল বসন্ত’।
বিজন কান্তি আরো জানিয়েছেন, জামশেন গ্রাম ছাড়াও কৈলাটী ইউনিয়নের নাওরীপাড়া, বেনুয়া চরপাড়া, মহিষাসুর, আনন্দপুর, শ্যামপুর, বিষমপুর, হারিকাটি, বড়খাপন ও সিধলী গ্রামে আজ পর্যন্ত মোট ৭৪ জন নতুন করে জল বসন্তে আক্রান্ত হয়েছে।
দুই দফা পরীক্ষার পর আইইডিসিআর ও আইসিডিডিআরবি এ রোগ শনাক্ত করেছে বলে জানিয়েছেন সিভিল সার্জন। তিনি আরো বলেন, পাঁচজনের মৃত্যুর সংবাদ প্রকাশের পর স্বাস্থ্য মন্ত্রণালয়ের নির্দেশে আইইডিসিআর এবং আইসিডিডিআরবি’র সমন্বয়ে গঠিত পাঁচ সদস্যের একটি দল প্রাদুর্ভাব এলাকায় সরেজমিন পরিদর্শন করে আক্রান্ত রোগীদের শরীর থেকে রক্ত, ক্ষতস্থান থেকে চামড়াসহ নানান আলামত সংগ্রহ করে ঢাকায় নিয়ে যান এবং তা পরীক্ষা করে এটি জল বসন্ত বলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে প্রতিবেদন জমা দেন।
তবে বিভিন্ন গ্রামে ছড়িয়ে পড়লেও এতে আতঙ্কিত না হওয়ার পরামর্শ দিয়েছেন সিভিল সার্জন। আক্রান্ত এলাকায় স্বাস্থ্যকর্মীরা নিরলসভাবে কাজ করে যাচ্ছে বলে দাবি করেন বিজন কান্তি।