নেত্রকোনায় অজ্ঞাত রোগে ৫ মৃত্যু, গ্রামজুড়ে আতঙ্ক
নেত্রকোনার কলমাকান্দা উপজেলার এক গ্রামে অজ্ঞাত রোগে গত এক মাসে পাঁচজন মারা গেছে। কৈলাটি ইউনিয়নের জামশেন গ্রামে এ ঘটনা ঘটেছে। ওই গ্রামের বাসিন্দারা জানিয়েছে, বর্তমানে ১৫ জন ওই রোগে আক্রান্ত।
গ্রামের বাসিন্দারা দাবি করছে, অজ্ঞাত ওই রোগটির নাম গুটিবসন্ত। কেননা ছোট ছোট গুটির মতো উঠছে শরীরে। অন্যদিকে জেলা সিভিল সার্জন বিজন কান্তি সরকার বলছেন, এটা ‘ভাইরাল ইনফেকশন’।
বিষয়টি নিয়ে আতঙ্ক ছড়িয়ে পড়েছে গ্রামজুড়ে। ছোট এ গ্রামটির অধিকাংশ পরিবার কৃষিকাজ করে। সিভিল সার্জন বিজন কান্তি জানিয়েছেন, আক্রান্ত ব্যক্তিদের নমুনা পরীক্ষার জন্য ঢাকায় পাঠানো হবে। এরপরই অসুখটি সম্পর্কে জানা যাবে।
গত এক মাসের ব্যবধানে জামশেন গ্রামের ফজলু মিয়া (৪৫), রবন খাঁ (৭৩), মাসুদা (১৩), রফিকুল (৫) এবং মারুফা (৯) এ রোগে আক্রান্ত হয়ে মারা যায়। এর মধ্যে মাসুদা ও রফিকুল সম্পর্কে ভাইবোন। পাঁচজনের মৃত্যুতে দিশেহারা হয়ে পড়েছে এলাকার বাসিন্দারা। স্থানীয় বাসিন্দাদের দাবি, এ রোগে বর্তমানে ১৫ জন আক্রান্ত।
জামশেন গ্রামের জাহাঙ্গীর জানান, এ রোগে আক্রান্ত হয়ে এই গ্রামের সাগর (৫), মেয়ে জাকিয়া (৩), অলিউল্লাহ (৬), হলুদা (১৩), সোমাইয়া (৭) মাহফুজাসহ (৭) আরো অনেকেই হাসপাতাল ও বাড়িতে আছে।
কৈলাটি ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আনোয়ার হোসেন জানান, গত নভেম্বর মাসের শেষের দিকে জামশেন গ্রামের ফজলু মিয়া গুটিবসন্তের মতো এ ভাইরাস রোগে আক্রান্ত হয়ে মারা যান। এরপর একে একে ওই গ্রামের অনেকেই এ রোগে আক্রান্ত হয়। তিনি আরো জানান, সর্বশেষ গতকাল মারা যায় হাশেম আলীর মেয়ে মারুফা।
নেত্রকোনার সিভিল সার্জন ডা. বিজন কান্তি সরকার আজ শুক্রবার আক্রান্ত এলাকা পরিদর্শন করেন। তিনি বলেন, ‘ছয়জন চিকিৎসকের সমন্বয়ে একটি দল গঠন করা হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ভাইরাল ইনফেকশনের কারণে এ অসুখ হয়েছে। আক্রান্ত এলাকায় চিকিৎসাসেবা ও প্রয়োজনীয় পরামর্শ দেওয়া হচ্ছে। প্রয়োজনীয় ব্যবস্থাও নেওয়া হয়েছে বলে তিনি জানান।