নিখোঁজের তিনদিন পর লাশ ভেসে উঠল খালে
লক্ষ্মীপুরে খাল থেকে এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার সকালে রহমতখালী খালে একটি লাশ ভাসতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দিলে তারা এসে লাশটি উদ্ধার করে।
উদ্ধারের পর জানা যায়, লাশটি আবুল কালাম (৪০) নামে এক নির্মাণশ্রমিকের। তিনি লক্ষ্মীপুর সদর উপজেলার বাসিন্দা। গত মঙ্গলবার দুপুর থেকে নিখোঁজ ছিলেন কালাম।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল্লাহ আল মামুন ভূঁইয়া জানান, সকালে খালের রেহানউদ্দিন ভূঁইয়া ঈদগাঁও এলাকায় একটি লাশ ভাসতে দেখে পুলিশে খবর দেয় স্থানীয়রা। খবর পেয়ে দুপুরের দিকে আবুল কালামের লাশটি উদ্ধার করা হয়। পরে তা ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
নিহত কালাম সদর উপজেলার চররুহিতা গ্রামের মৃত মোবারক আলীর ছেলে বলে জানান ওসি। তিনি বলেন, দীর্ঘ ছয় মাস ধরে লক্ষ্মীপুর শহরের রেহান উদ্দিন ভূঁইয়া সড়কের সাজিদ মঞ্জিল নামে একটি ভবনের নির্মাণশ্রমিক হিসেবে কাজ করছিলেন আবুল কালাম। তবে হঠাৎ করেই গত মঙ্গলবার দুপুর থেকে নিখোঁজ হন তিনি। এরপর থেকে তার পরিবার আবুল কালামের আর কোনো সন্ধান পায়নি। এ বিষয়ে গতকাল বৃহস্পতিবার বিকেলে আবুল কালামের ছেলে মো. সোহেল লক্ষ্মীপুর সদর থানায় একটি সাধারণ ডায়েরি করেন। ডায়েরি করার একদিনের মধ্যেই পাওয়া গেল আবুল কালামের লাশ।
আবুল কালামকে পরিকল্পিতভাবে শ্বাসরোধ করে হত্যা করে লাশ খালে ফেলে দেওয়া হয়েছে বলে অভিযোগ করেছেন নিহতের স্বজনরা।
তবে ওসি জানান, ময়নাতদন্তের পর এ বিষয়ে বিস্তারিত জানানো যাবে। এরপর সে অনুযায়ী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।