বরগুনায় এক মণ হরিণের মাংসসহ গ্রেপ্তার ১
বরগুনার পাথরঘাটা থেকে এক মণ হরিণের মাংসসহ একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ শনিবার ভোররাতে পাথরঘাটা উপজেলার মুন্সিরহাট থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার হওয়া ওই যুবকের নাম ফোরকান (৩০)। তাঁর বাড়ি পাথরঘাটা উপজেলার নাচনাপাড়া ইউনিয়নের জ্ঞানপাড়া গ্রামে।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে মুন্সিরহাট এলাকায় শুক্রবার দিবাগত রাত ৩টা থেকে ওত পেতে থাকে পুলিশ। একপর্যায়ে ভোররাতে পাথরঘাটা উপজেলার নাচনাপাড়া ইউনিয়নের জ্ঞানপাড়া থেকে দুটি বস্তায় করে প্রায় এক মণ হরিণের মাংস একটি ভ্যানে করে নিয়ে যাওয়ার সময় মাংসসহ ফোরকানকে হাতেনাতে গ্রেপ্তার করে পুলিশ।
পাথরঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম জিয়াউল হক জানান, গ্রেপ্তার হওয়া ফোরকান একজন হরিণ শিকারি। তিনি বনরক্ষীদের চোখ ফাঁকি দিয়ে নিয়মিত হরিণ শিকার করেন। তাঁর বিরুদ্ধে বন আইন ও বন্য প্রাণী সংরক্ষণ আইনে মামলা করা হয়েছে। আদালতের মাধ্যমে তাঁকে জেলহাজতে পাঠানো হয়েছে বলেও জানান তিনি।